মুম্বই: তাঁর শ্যুবাইট ছবিটি যাতে মুক্তি পায়, সে জন্য নির্মাতাদের অনুরোধ করলেন অমিতাভ বচ্চন। আজ ছবির দুটি পোস্টার টুইটারে দিয়েছেন তিনি, সঙ্গে প্রযোজক সংস্থা ইউটিভি ও ডিজনিকে অনুরোধ করেছেন, ছবিটি আর আটকে না রেখে মুক্তি দিতে, তার পিছনে বহু মানুষের বহু পরিশ্রম রয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, সৃজনশীলতাকে হত্যা করবেন না। [embed]https://twitter.com/SrBachchan/status/977616637766455296[/embed] শ্যুবাইটে অমিতাভ রয়েছেন এক বৃদ্ধের ভূমিকায়, যিনি আত্মসন্ধানে যাত্রা শুরু করেন। পরিচালনা করেছেন সুজিত সরকার, গান লিখেছেন গুলজার। কিন্তু কেন যে ছবিটি মুক্তি পেল না তা পরিষ্কার নয়। শোনা যাচ্ছে, প্রযোজক সংস্থাগুলির মধ্যে আইনি ঝঞ্ঝাটে ফেঁসে গিয়েছে শ্যুবাইট। অমিতাভ ছাড়াও ছবিটিতে রয়েছেন সারিকা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জিমি শেরগিল ও দিয়া মির্জা।