মু্ম্বই: স্বচ্ছ ভারত অভিযানে তাঁর ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, মোদী তাঁর টুইটার অ্যাকাউন্টে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সম্প্রতি একটি অডিও শেয়ার করেন। সেখানে তিনি তাঁর ভাষণে বিগ বি-র একটি কবিতা আবৃত্তি করে শোনান। অমিতাভ সেটা দেখে মোদীকে ধন্যবাদ জানিয়ে, সেই অডিওটি আবার রিটুইট করেন। রিটুইট করে বিগ বি উল্লেখ করেন, তাঁর জীবনের সেরা প্রাপ্তি এটা। স্বচ্ছ ভারত অভিযানে তাঁর ভূমিকাকে এভাবে মোদী স্বীকৃতি দেওয়ায় তিনি অভিভূত।
এছাড়াও মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত আরও একটি প্রকল্পে এখন কাজ করছেন বিগ বি। প্রকাশ্যে প্রাকৃতিক কাজকর্ম সারলে যে পরিবেশ দূষণ হয় এবং তা আসলে প্রত্যেকের নিজের লোককেই প্রভাবিত করে সেকথাও বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে।
স্বচ্ছ ভারত অভিযানে বিগ বি-র ভূমিকাকে স্বীকৃতি দেওয়ায় মোদীকে ধন্যবাদ অভিনেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2016 03:24 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -