সুশান্ত সিংহ রাজপুতের জন্য অমিতাভের প্রশংসা
ABP Ananda, Web Desk | 30 Dec 2016 01:03 PM (IST)
মুম্বই: সময়টা বেশ ভাল যাচ্ছে সুশান্ত সিংহ রাজপুতের। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র সাফল্যের পর বড় বাজেট ছবি করতে চলেছেন তিনি। আর এবার খোদ বিগ বি তাঁর প্রশংসা করলেন। অমিতাভ বচ্চন আগে জানান, কাজের চাপে ‘এম এস ধোনি’ দেখে উঠতে পারেননি তিনি। তবে শিগগিরই দেখে নেবেন। অবশেষে ছবিটি দেখা হয়ে উঠেছে তাঁর। আর শুভেচ্ছাস্বরূপ তিনি সুশান্তকে পাঠিয়েছেন একটি বিশাল ফুলের তোড়া। তাতে বিগ বি-র হাতে লেখা নোট পেয়ে আপ্লুত ‘কাই পো চে’ অভিনেতা টুইটারে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।