এবারেও উপস্থাপকের ভূমিকায় সলমন খান। তবে এবছর আরও একটি চমক। তারকাদের পাশাপাশি স্পটলাইট থাকবে সাধারণ মানুষের ওপরও। এবছর সাধারণ মানুষের জন্যও খোলা ‘বিগ বস’-এ দরজা। কবে থেকে শুরু ‘বিগ বস ১০’? জানতে দেখুন...
Web Desk, ABP Ananda | 18 Sep 2016 06:59 AM (IST)
নয়াদিল্লি: বেশি দিন বাকি নেই। আগামী মাসেই শুরু হয়ে যাচ্ছে ‘বিগ বস ১০’। ‘কালার্স’-এর সিইও রাজ নায়েক তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শো শুরুর তারিখ ঘোষণা করেছেন। ১৬ অক্টোবর থেকে ‘কালার্স’-এ দেখা যাবে এই শো। শো-এর তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ‘বিগ বস’-এর নতুন একটি প্রোমোও পোস্ট করেছেন তিনি।