মুম্বই: বিগ বস-১০ এর প্রতিযোগী স্বামী ওমের এক বিতর্কিত ভিডিও ফাঁস। সেই ভিডিওতে স্বামীকে এক টপলেস যুবতীকে যোগা শেখাতে দেখা গেছে। শুধু তাই নয়, অপর এক ভিডিওয়ে স্বল্পবাসনা এক যুবতীর সঙ্গে কোমর দুলিয়ে নাচতেও দেখা গেছে স্বামী ওমকে।
প্রসঙ্গত, সবসময়ই অদ্ভুত এবং রহস্যজনক বিভিন্ন কর্মকাণ্ডের জন্যে খবরের শিরোনামে এসেছেন স্বামী ওম। এবার তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেই এই দুটো ভিডিও ভাইরাল হয়ে গেছে। দেখুন সেই ভিডিওগুলো