সিউড়িতে মাদকবিরোধী প্রচার করায় মিছিলকারীদের বাড়িতে হামলা,বোমাবাজি দুষ্কৃতীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2017 09:51 AM (IST)
সিউড়ি: সিউড়ির কুখুরডিতে বেআইনি মদের কারবারের প্রতিবাদে মিছিল। মিছিলকারীদের বাড়িতে হামলা দুষ্কৃতীদের। দফায় দফায় ভাঙচুর, বোমাবাজি। মিছিলকারীদের মারধরের অভিযোগ। ঘটনাস্থলে র্যাফ ও সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের সামনেও বোমাবাজি হয় বলে অভিযোগ। মাদক বিরোধী প্রচার চালাতে রবিবার কুখুরডিতে মিছিল করেন গ্রামের বাসিন্দারা। অভিযোগ, এরপরই গতকাল রাতে মিছিলকারীদের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। মারধর ছাড়াও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালায় তারা।