শো থেকে আচমকাই বাদ পড়লেন, বিগ বস হাউস থেকে বেরিয়ে সেখানকার সম্পর্কে কী বললেন আরশি
শিল্পা শিন্দের সঙ্গে প্রথমে সম্পর্ক খারাপ থাকলেও, হালে সম্পর্কের উন্নতিই হয়েছিল। বিকাশ এখন তাঁর প্রিয় বন্ধু, আকাশ হলেন হাউসের মধ্যে আরষির সমস্ত ক্রাইমের পার্টনার।
বাদ পড়ার পর হাউস সম্পর্কে কী বললেন আরশি দেখুন। তাঁর হাউসের প্রত্যেকের সঙ্গেই খুব ভাল বন্ধুত্ব ছিল।
গত সপ্তাহে সাত জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছিল বাদ দেওয়ার জন্যে। তারমধ্যে ছিলেন আরশি, বিকাশ গুপ্তা, প্রিয়াঙ্ক শর্মা, লাভ তিয়াগী, পুণীশ শর্মা, আকাশ ডাডলানি এবং শিল্পা শিন্দে। সাতজনের মধ্যে সবচেয়ে কম ভোট পান আরশি।
শনিবার আচমকাই বিগ বস থেকে বাদ পড়লেন আরশি। কারণ, তিনি সেদিন সবচেয়ে কম সংখ্যায় ভোট পেয়েছিলেন।
স্বঘোষিত সিডাকশন কুইন, বা লাস্যের রানি আরশি খান। বিতর্ক যাঁকে সবসময় ঘিরে রেখেছে।
শেষের দিকে আরশির শত্রুরাও তাঁর বন্ধু হয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, আরশি আশা করেছিলেন তিনি ফাইনালে শেষ তিন প্রতিযোগীর মধ্যে থাকবেন।
নিজের এত জনপ্রিয়তা থাকতেও কেন বাদ পড়লেন, সেটা বুঝতে পারছেন না আরশি।
এটা একেবারেই আশাব্যঞ্জক নয় আরশির কাছে। এমনকি শোয়ের নির্মাতা এবং সলমন খানকে সেকথা বলেছেনও আরশি।
আরশি ফের হাউসে ফিরতে চান, এবং খেলায় অংশ নিতে চান। এমনকি তাঁর বাবা-মায়েরও সেই একই ইচ্ছে।
এমনকি ভোপালের মডেল-অভিনেত্রী গহেনা বশিষ্ঠ যিনি আরশির বিয়ে ও বয়স নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, তার ভিত্তি কী জানতে চেয়েছেন আরশি
হাউসে তাঁর প্রিয় প্রতিযোগীদের সম্পর্কেও মুখ খুলেছেন আরশি। বিকাশ, আরশির কথায় বুদ্ধি ব্যবহার করে খেলেন।হিনা প্রথমে ভাল খেললেও, এখন আর সেরকম ভাল খেলছেন না। শিল্পাও ভাল। অন্যদের প্লেয়ার হিসেবেই ধরেন না আরশি।