ফের বিতর্কে বিগ বস ১১-র প্রতিযোগী আরশি খান, তাঁর বিরুদ্ধে রয়েছে দশটি ফৌজদারি মামলা, বয়স নিয়েও ভাঁড়ামোর অভিযোগ
বিগ বস ১১ শুরুর সঙ্গে সঙ্গেই চলে এসেছে দর্শকদের আলোচনার কেন্দ্রে। এই সপ্তাহে শোটি টিআরপির নিরিখে পৌঁছে গিয়েছে সেরা দশটি শোয়ের তালিকাতেও, ছবি সৌজন্যে কালরস
ছবি সৌজন্যে কালরস, ওয়েব, ভূট
গহেনার দাবি এই সমস্ত কিছু প্রমাণের জন্যে তাঁর কাছে যথেষ্ট তথ্য রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে সেকথা তিনি ঘোষণাও করে দেবেন বলে জানা গিয়েছে।
এপ্রসঙ্গে গহেনার দাবি, আরশি সম্পূর্ণ মিথ্যা বলছে। শারীরিক সম্পর্কতো দূরে থাকুক, কখনও সামনাসামনি পাক ক্রিকেটারকে দেখেননি পর্যন্ত আরশি।
তবে আরশি যে কথা বলে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ঝড় তুলেছেন, সেটা হল পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক। সেই নিয়ে দুদেশের মিডিয়াতে একসময় ঝড় উঠেছিল
এমনকি তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি যা বলেছেন, সেটাও মিথ্যে বলে দাবি করেছেন গহেনা,
গহেনার দাবি, যেহেতু তিনি নিজে ভোপালে থাকেন, তাই তিনি জানেন, আরশির বয়স ৩২ বছরের ওপর। কিন্তু তিনি প্রায় পাঁচ বছর বয়স কমিয়ে শোয়ে অংশ নিয়েছেন।
গহেনার দাবি, আরশি নিজের বয়স নিয়ে শোয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এমনকি তিনি একজন ৫০ বছর বয়সি ব্যক্তির সঙ্গে বিবাহিত সম্পর্কেও রয়েছেন বলে দাবি গহেনার।
এবার আরশি সম্পর্কে বেশ কিছু বিতর্কিত তথ্য ফাঁস করলেন দক্ষিণী অভিনেত্রী গহেনা বশিষ্ঠ
শোয়ের অন্যতম প্রতিযোগী আরশি খানের টিআরপি বৃদ্ধির নেপথ্যে রয়েছে বিশাল অবদান। অতীতেও তাঁর বিভিন্ন বিষয়ে মন্তব্য, তাঁকে নিয়ে এসেছে বিতর্কের কেন্দ্রে