এই জাহ্নবী কপূর একসময় দাবি করেন অভিষেক বচ্চন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁকেই দেখা যাবে বিগ বস ১১?
যদিও সেই বিয়ের কোনও ছবি প্রমাণ হিসেবে দিতে পারেননি জাহ্নবী। তাঁর দাবি ছিল, কেউ কাউকে বিশ্বাস করে ভালবাসলে, ছবি তুলে প্রমাণ রাখে না। ছবি সৌজন্যে ওয়েব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনকি অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের চেষ্টাও করেছিলেন জাহ্নবী। কিন্তু আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশই তাঁকে গ্রেফতার করে। ছবি সৌজন্যে ওয়েব
মনে পড়ে এই জাহ্নবী কপূরের কথা। না এখানে শ্রীদেবী কন্যা জাহ্নবীর কথা বলা হচ্ছে না। মডেল-ডান্সার জাহ্নবীর কথা বলা হচ্ছে। ২০০৭ সালে এই মহিলা দাবি করেছিলেন জুনিয়র বচ্চন মানে অভিষেক তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ে করবেন বলে। ছবি সৌজন্যে ওয়েব
জাহ্নবীর দাবি ছিল, তিনি এবং জুনিয়র বচ্চন মাঝেমধ্যেই জুহুতে দেখা করতেন। দুবছর ধরে তাঁরা মেলামেশা করেছেন। এমনকি তাঁকে মন্দিরে গিয়ে মাথায় সিঁদুরও পরিয়ে দেন অভিষেক
একজন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে অভিষেকের ছবি ডাস-এ দেখা গিয়েছিল জাহ্নবীকে। ২০০৭ সালের ২০ এপ্রিল অভিষেক-ঐশ্বর্যর বিয়ের দিন প্রতীক্ষার বাইরে হাতের শিরা কেটে ফেলেছিলেন এই জাহ্নবী। ছবি সৌজন্যে ওয়েব
যদি বলিউডলাইফের কথা বিশ্বাস করতে হয়ে, তাহলে জানা গিয়েছে এই শোয়ের নির্মাতারা কোনও বিতর্কিত চরিত্রকে শোয়ে চাইছিলেন, যিনি ঝড় তুলতে পারবেন শোয়ে
সূত্রের খবর, সেই বিতর্কিত মহিলাকে এবার বিগ বস-১১ এ অংশ নিতে দেখা যাবে। ছবি সৌজন্যে কালারস
আপাতত যদি জাহ্নবীকে শোয়ে দেখাই যায়, তাহলে বলাইবাহুল্য অ্যাশের প্রাক্তন প্রেমিক সলমন খানের সঙ্গে এখানে দেখা হবে অভিষেকের প্রাক্তন প্রেমিকা জাহ্নবীর। এবং সেটা যে নয়া উত্তেজনা তৈরি করবে শোয়ে সেটা বলাই বাহুল্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -