মুম্বই: এই শনিবার বিগ বস ১১ কীভাবে শুরু হল জানেন? কুকুরদের কাছে ক্ষমা চেয়ে। সলমন খান শো থেকে বার হয়ে যাওয়া প্রতিযোগী জুবের খানকে কুকুর বলেছেন, তাতে কুকুরদের সম্মানহানি হয়েছে। তাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি।


জুবেরের আচরণে ক্ষেপে আগুন সঞ্চালক সলমন বলেছিলেন, যেভাবে তিনি হাউসের মধ্যে আচরণ করছেন তাতে একদিন কুকুর হয়ে যাবেন তিনি। সলমন শনিবারের শো ক্ষমা চেয়ে শুরু করলে সকলেই ভাবেন, জুবেরকে কুকুর বলার জন্য অনুতাপ হয়েছে তাঁর। কিন্তু সল্লু পরিষ্কার জানিয়ে দেন, তাঁর অনুতাপ জুবেরের সঙ্গে কুকুরদের তুলনা টেনে তাদের অপমান করার জন্য কারণ কুকুররা প্রভুভক্ত, তাদের সঙ্গে জুবেরের কোনও তুলনাই হয় না।

শো থেকে বেরিয়ে যাওয়ার সময় জুবের বলেন, এর প্রতিটি কথা আগে থেকে লেখা, চিত্রনাট্য পড়ে প্রতিযোগীরা নিজের নিজের ডায়ালগ বলেন, কিছুই স্বতঃস্ফূর্ত নয়। হাউস থেকে বেরিয়ে তাঁকে হুমকি দেওয়ার জন্য সলমনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তিনি।