মুম্বই: কথায় আছে, বাঘে ছুঁলে আঠেরো ঘা আর পুলিশে ছুঁলে পঞ্চাশ। আর সলমন ছুঁলে বোধহয় সোজা ডি কোম্পানি। সলমন খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে হাড়ে হাড়ে তা টের পাচ্ছেন বিগ বস ১১-র প্রতিযোগী জুবের খান। জুবেরের অভিযোগ, দাউদ ইব্রাহিমের গ্যাং হুমকি দিয়েছে তাঁকে।


বিগ বসের এই সিজন থেকে সবার প্রথমে আউট হয়েছেন জুবের খান। প্রোগ্রামের সঞ্চালক সলমনের সঙ্গে তাঁর তুমুল অশান্তি হয়। জুবের মহিলা প্রতিযোগীদের প্রতি আপত্তিকর মন্তব্য করায় উত্তেজিত হয়ে পড়েন সলমন। পরে লোনাভালা থানায় জুবের অভিযোগ করেন, সলমন তাঁকে হুমকি দিয়েছেন, তাঁকে দেখে নেবেন তিনি, কেরিয়ার শেষ করে দেবেন, খুন করে ফেলবেন।

এবার জুবেরের অভিযোগ, দাউদ ইব্রাহিমের গ্যাং ওই অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিয়ে হুমকি দিয়েছে তাঁকে। একটি অডিও ক্লিপ তিনি হাজির করেছেন নিজের বক্তব্যের সমর্থনে, তাতে শোনা যাচ্ছে, একজন নিজেকে পরিচয় দিচ্ছে ডি কোম্পানির লোক বলে। জুবেরকে বলছে ‘ভাই’-এর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করতে, না হলে ভুগতে হবে।

বিগ বসে সলমনের বকুনি খেয়ে অসুস্থ হয়ে পড়া জুবেরকে হাউসের মধ্যেই ওষুধ খেতে হয়। চিকিৎসার জন্য বাইরেও নিয়ে যাওয়া হয় তাঁকে। সবথেকে কম ভোট পেয়ে তিনিই প্রথম এবার বেরিয়ে গিয়েছেন বিগ বসের বাড়ি থেকে।