নয়াদিল্লি: আজ অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ঘানার মুখোমুখি ভারত। টুর্নামেন্টে টিকতে গেলে জিততে হবে ম্যাচ। আগের ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ভারতের খেলা সারা দেশকে মুগ্ধ করেছে। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে ঘানার বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপিয়ে প্রস্তুত জিকসনরা। কোচ লুইস নর্টন ডি মাতোস বলেছেন, জয়ের লক্ষ্য আপ্রাণ লড়াই করতে প্রস্তুত দলের খেলোয়াড়রা।
প্রথম ম্যাচে ভারত আমেরিকার কাছে ৩-০ গোলে হেরে যায়। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে ভারতের উজ্জীবিত পারফরম্যান্স, লড়াকু মনোভাব সারা দেশের প্রশংসা আদায় করে নিয়েছে। তীব্র লড়াই করেও অবশ্য ২-১ গোলে ওই ম্যাচে হেরে যায় ভারত। ঘানার বিরুদ্ধে মাঠে নামার আগে বিশ্বকাপে প্রথম জয় পেতে মরিয়া মাতোসের দল। কোচ বলেছেন, বিশ্বকাপে একটা ছাপ রাখতে চায় দল। ছেলেলা যেভাবে খেলছে তাতে সমর্থকরা গর্বিত বলেই আমি মনে করি। ওদের পারফরম্যান্স আমাকেও গর্বিত করেছে। ঘানার বিরুদ্ধে ১০০ নয় নিজেজের ক্ষমতার ২০০ শতাংশ উজাড় করে প্রস্তুত ওরা।
পর্তুগিজ মাতোস স্বীকার করেছেন যে, কলম্বিয়ার থেকে ঘানা প্রতিপক্ষ হিসেবে অনের বেশি বিপজ্জনক। কিন্তু ভারত লড়াই ছাড়বে না।
মাতোস বলেছেন, ঘানার বিরুদ্ধে ম্যাচটাই সবচেয়ে কঠিন হতে চলেছে। কারণ, ওরা দুবারের চ্যাম্পিয়ন। ওরা মাঠে খুবই দ্রুত। শারীরিক গঠনও শক্তিশালী। ঘানা ও কলম্বিয়ার মধ্যে মিল রয়েছে। দুটি দলের উইঙ্গাররা খুবই শক্তিশালী ও ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম। ঘানার দুই ফুল ব্যাক খুবই ভালো। দলের আক্রমণে সাহায্য করতে উঠে আসে। ওই বাঁপায়ের মিডফিল্ডার খেলাটা তৈরি করে।
এরইমধ্য অমরজিত্‍ ও আনোয়ারের চোট নিয়ে দুশ্চিন্তায় কোচ। এই দুই প্লেয়ার খেলতে না পারলে ডিফেন্সে নতুন মুখের ভাবনা রয়েছে কোচের।