নয়াদিল্লি: সম্প্রতি অনুরাগীদের চমকে দিয়েছে শেহনাজ গিলের (Shehnaaz Gill) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। 'বিগ বস ১৩' প্রতিযোগী নিজের সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্সের (Netflix) একটি জনপ্রিয় সিরিজ 'লুসিফার'-এর (Lucifer) পোস্টার শেয়ার করেছেন। সেখানে প্রধান অভিনেতা টম এলিসের (Tom Ellis) সঙ্গে দেখা যায় অভিনেত্রী শেহনাজ গিলকে।
নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে পোস্টার শেয়ার করে তিনি অনুরাগীদের উত্তেজনা দ্বিগুণ করেছেন। পোস্টারটা আসলে এডিট করে তৈরি করা। সিরিজের মুখ্য চরিত্রে থাকা লরেন জার্মানের বদলে শেহনাজের ছবি বসানো। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আসল বিগ বস তো এখানে।' হ্যাশট্যাগে লেখেন 'নেটফ্লিক্স প্লেব্যাক ২০২১'।
'লুসিফার'-এর পোস্টারে শেহনাজকে দেখার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। কেউ কেউ ধরেই নেন যে ডিজিট্যাল প্ল্যাটফর্মে তাহলে এবার হয়তো নেটফ্লিক্সের হাত ধরেই ডেবিউ করতে চলেছেন শেহনাজ।
আসলে 'লুসিফার' সিরিজের পোস্টারে শেহনাজের ছবি ভারতে নেটফ্লিক্সের প্রচারের অংশ। এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে নেটফ্লিক্সের তরফেও। যেমন 'স্কুইড গেম' সিরিজের পোস্টারে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা গেছে। 'স্ট্রেঞ্জার থিংস'-এর পোস্টারে দেখা গেছে সোনু সুদকে। এরকম অজস্র উদাহরণ রয়েছে।
শেহনাজ গিলকে শেষ দেখা গেছে পঞ্জাবী ছবি 'হঁসলা রখ'-এ। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসানজ। চলতি বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। তাঁর সঙ্গে শেহনাজের সম্পর্কের কথা সকলেরই জানা। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছুদিন অন্তরালে চলে যান অভিনেত্রী। তবে ধীরে ধীরে তিনি কাজে ফিরছেন। খুশি অনুরাগীরা।
আরও পড়ুন: Bigg Boss 15 Salary Per Week: 'বিগ বস ১৫'-এর প্রতিযোগীদের প্রত্যেক সপ্তাহের উপার্জন জানেন?