মুম্বই: সম্প্রতি শুরু হয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগ বস'-এর ১৫তম সিজন। শো শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ড্রামাও শুরু। এবারের দুই প্রতিযোগী জয় ভানুশালি ও প্রতীক সহজপালের মধ্যে ঝামেলা এমন চরমে পৌঁছয় যে বিগ বসের বাড়ির একাংশ ভেঙেও ফেলেন প্রতীক।
এই ঝগড়া-ঝামেলা থেকেই বিগ বস এবারের প্রত্যেক প্রতিযোগীকে এলিমিনেশনের জন্য মনোনীত করেছেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে দল তৈরি করে লড়াই শুরু করেন। জয়ের পক্ষ নিয়ে বিশাল কোটিয়ান বিগ বসকে সরাসরি প্রশ্ন করেন যে কেন প্রতীকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না। বিশালের বক্তব্য, সে তো প্রায় জয়কে শারীরিকভাবে আঘাত করতে উদ্দত হয়েছিলেন। তিনি বিগ বসকে সৎভাবে বিচার করে কেবল প্রতীককেই এলিমিনেশনের জন্য মনোনীত করতে বলেন।
ক্ষোভ প্রকাশ করেছেন উমর রিয়াজও। তাঁর দাবি, প্রতীক জিনিসপত্র ভাঙছে, কিন্তু বিগ বস সকলকে এলিমিনেট করার জন্য মনোনীত করছেন। এছাড়াও কালার্স চ্যানেলের সম্প্রতি পোস্ট করা প্রোমোতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ কর্ণ কুন্দ্রাকেও।
এই সমস্ত ঝামেলা-টেনশনের মধ্যেও হালকা মেজাজে রয়েছেন অপর প্রতিযোগী তেজস্বী প্রকাশ। অভিনেত্রী তাঁর ওয়ান-লাইনার জোক, খুনসুটির জন্য বিখ্যাত। তিনি বিগ বসের প্রতি তাঁর ভালবাসার কথাও জানিয়েছেন শোয়ে। বিগ বসকে তেজস্বী আপাতত 'বেবি' বলে সম্বোধন করেন। তাঁর মতে তাঁর 'বেবি'-এর নিঁখুত। তেজস্বীর এই খুনসুটি বেশ উপভোগ করেন বাকি প্রতিযোগীরা। শো শুরু হতেই বিগ বস সকলের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছিল। তবে সম্প্রতি বিগ বস প্রত্যেক মহিলা প্রতিযোগীর মেক-আপ কিট ফেরত দিয়েছেন, স্বভাবতই খুশি প্রত্যেকে। 'বেবি'-কে ধন্যবাদ জানান তেজস্বী।
আরও পড়ুন: Shahid Kapoor Next Movie: স্পোর্টস ড্রামার পর কি অ্যাকশন মুভিতে দেখা যাবে শাহিদ কপূরকে?
আরও পড়ুন: কার মধ্যে নিজের 'স্পিরিট অ্যানিম্যাল' খুঁজে পেলেন অভিনেতা রণবীর সিংহ?