নয়াদিল্লি: রবিবার, ৩০ জানুয়ারি, শেষ হল জনপ্রিয় টেলিভিশন শো 'বিগ বস'-এর ১৫তম সিজন (Bigg Boss 15)। শেষ মুহূর্ত পর্যন্ত টিকে ছিলেন তেজস্বী প্রকাশ ও প্রতীক সেহজপাল (Tejasswi Prakash and Pratik Sehajpal)। ট্রফির জন্য একে অপরের সঙ্গে লড়ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অনুষ্ঠানের সঞ্চালক সুপারস্টার সলমন খান (Salman Khan) ঘোষণা করলেন বিজয়ীর নাম, তেজস্বী প্রকাশ।
২০২১ সালের ২ অক্টোবর থেকে কালার্স টিভিতে শুরু হয় 'বিগ বস ১৫'। ১২০ দিনের ড্রামা আর লড়াই শেষে বিজয়ীর ট্রফি ও নগদ ৪০ লক্ষ টাকা (cash prize of Rs.40 lakhs) পেলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। ফাইনালে ছিলেন কর্ণ কুন্দ্রা ও প্রতীক সেহজপাল। তবে তেজস্বী বিজয়ী হওয়ায় প্রতীক দ্বিতীয় স্থানাধিকারি হলেন।
বিজয়ীর অনুরাগীর সংখ্যা বিপুল এবং শো চলাকালীন তাঁর খেলার এক দুর্দান্ত কৌশল ছিল। বিজয়ীর তকমা এবং ট্রফি জিতে তেজস্বী তাঁর বাবা-মা, শোয়ের হোস্ট সলমন খান এবং দর্শকদের তাঁকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রেমিক এবং ফাইনালিস্টদের অন্যতম কর্ণ কুন্দ্রা, তেজস্বীর জয়ের জন্য প্রার্থনা করছিলেন। কারণ অভিনেতা নিজেই শীর্ষ তিনে জায়গা করে নেওয়ার পরে গেম থেকে বেরিয়ে যান। শমিতা শেট্টি শীর্ষ চারে জায়গা করে নেওয়ার পরে বেরিয়ে যান।
'বিগ বস ১৫'-এর ট্রফি এবং ৪০ লক্ষ টাকার নগদ পুরস্কার জিতে নেওয়ার পাশাপাশি, তেজস্বী একতা কপূরের ধারাবাহিক 'নাগিন ৬'-এ অভিনয় করার সুযোগও জিতেছেন, যেখানে তাঁকে নাগিন চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ধারাবাহিকের নির্মাতারা গ্র্যান্ড ফিনালে পর্বে তাঁর মুখ প্রকাশ করলেন।