তুহিন অধিকারী, বাঁকুড়া: নবগঠিত জেলা কমিটি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দলের কর্মীদের মধ্যে। এ বার নবনিযুক্ত জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur)। তাতে নবনিযুক্ত জেলা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা হয়। দাবি করা হয় তাঁর পদত্যাগের। এতে জেলা বিজেপি নেতৃত্ব নতুন করে অস্বস্তি পড়েছেন। তৃণমূলের দাবি, বিজেপি-তে (BJP Inner Conflict) গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। তার জেরেই এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি জামাল দিতে বিজেপি-র জেলা নেতৃত্বের একাংশ যদিও গোটা ঘটনায় তৃণমূলকেই (TMC) কাঠগড়ায় তুলেছেন। তাঁদের দাবি, চক্রান্ত করে তৃণমূলের তরফেই পোস্টার লাগানো হয়েছে।


গত ২৫ ডিসেম্বর বিজেপির বাঁকুড়া (Bankura News) সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে রদবদল হয়। পরে নতুন জেলা কমিটিও ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব। তার আওতায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পান বিল্বেশ্বর সিংহ। কিন্তু দলের নবগঠিত এই জেলা কমিটি, জেলা সভাপতি-সহ দলীয় সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে দলের নীচুতলার কর্মীদের মধ্যে। প্রতিবাদ জানাতে ছাতনায় মণ্ডল সভাপতি-সহ ইতিমধ্যেই পদ ছেড়েছেন ১৪০ জন পদাধিকারী। আর তার ঠিক পরেই বিষ্ণুপুরে বিল্বেশ্বর সিংহের বিরুদ্ধে পোস্টার সামনে এল।


নতুন কমিটির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। এ নিয়ে দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগও জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সকলে। এর আগেও বিল্বেশ্বরের বিরুদ্ধে সরব হয়েছিলেন জেলার বিজেপি বিধায়করা। সেই নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) চিঠিও দেন চার বিধায়ক। তার পরেও বিল্বেশ্বরকে দায়িত্বে আনা হল কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন দলের কর্মীরা। পুরভোটের (WB Municipal Polls 2022) আগে দলের অন্দরে এই অস্থিরতায় কার্যতই অস্বস্তি বেড়েছে বিজেপি-র।


আরও পড়ুন: Birbhum News: বিজেপিতে আরও ভাঙন,,অনুব্রত বললেন, ‘বিরোধী তো কেউ নেই..পুরভোট...’


নবগঠিত কমিটি নিয়ে গত কয়েক দিন ধরেই ক্ষোভ দেখা দিয়েছে জেলে বিজেপি-তে। সাংগঠনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, শুধুমাত্র ব্যক্তিগত ঘনিষ্ঠতার জন্য কিছু লক কমিটিতে জায়গা পেয়েছেন বলে অভিযোগ স্থানীয় কর্মীদের।তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে এসেছেন যাঁরা, তাঁদের একটা বড় অংশকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এতে দলেরই ক্ষতি হবে আখেরে, পুরসভা নির্বাচনে এর মাসুল দিতে হবে দলকে।


২০২১-এর বিধানসভা নির্বাচনে সবুজ ঝড়ের মধ্যেও বাঁকুড়ায় ভাল ফল করেছিল বিজেপি। সামনেই পুরভোট। তার আগে জেলা কমিটির বিরুদ্ধে কর্মীদের এই ক্ষোভ সামাল দেওয়াই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় নেতৃত্বের কাছে।