নয়াদিল্লি: চলছে 'বিগ বস ১৭' (Bigg Boss 17)। এবারের মরশুমের অন্যতম নজরকাড়া প্রতিযোগী অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande) ও তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)। ইতিমধ্যেই তাঁরা উঠে এসেছেন শিরোনামে। নিজেদের সম্পর্কের সমস্যা নিয়ে আলোচনা থেকে শুরু করে 'বিগ বস'-এর বাড়ির বাকি সদস্যদের সাহায্য করা, সকল ক্ষেত্রেই নজর কেড়েছেন তাঁরা। এবার অঙ্কিতা লোখাণ্ডের মুখে শোনা গেল প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে তাঁর বিচ্ছেদ প্রসঙ্গে কথা।
'তখন তো কেউ আমার সঙ্গে ছিল না!'
২০০৯ সালে 'পবিত্র রিশতা' ধারাবাহিকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অঙ্কিতা লোখাণ্ডে ও সুশান্ত সিংহ রাজপুত। সেই থেকেই তাঁদের খ্যাতি-প্রাপ্তি এবং তাঁদের সম্পর্কের শুরু। ৬ বছরের দীর্ঘ সম্পর্কে ছিলেন তাঁরা। দুই তারকার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই হতাশ হয়েছিলেন তাঁদের অনুরাগীরাও। কিন্তু সেই সময় ঠিক কী হয়েছিল? 'বিগ বস ১৭'-এ এসে কী বললেন অঙ্কিতা?
সম্প্রতি একটি ফ্যান পেজের এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় 'বিগ বস'-এর বাগানে বসে অভিনেত্রী কথা বলছেন মুনাওয়ার ফারুকির সঙ্গে। সেখানে অঙ্কিতাকে বলতে শোনা যায়, 'তখন তো আমার সঙ্গে কেউ ছিল না। ওই সময়টা একাই কাটিয়েছি আমি। তখন কেন লোকে বলল না যে আপনাকে অঙ্কিতার সঙ্গেই থাকতে হবে। তখন লোকজন কোথায় ছিলেন? আমি তো ওই সময়টা একলাই কাটিয়েছি না?' এর উত্তরে মুনাওয়ারকে পাল্টা প্রশ্ন করতে শোনা যায়, 'ব্রেকআপের কোনও নির্দিষ্ট কারণ ছিল?' অঙ্কিতা উত্তর দেন, 'কোনও কারণ ছিল না। এবং আমি কিছু বুঝতেও পারিনি। এক রাতে জিনিসপত্র বদলে গেছে।'
অঙ্কিতা লোখাণ্ডে বলে চলেন, 'ও (সুশান্ত সিংহ রাজপুত) একদম এক রাতে উধাও হয়ে গেল। সাফল্য পাচ্ছিল তো লোকজনও কানে মন্ত্রণা দিচ্ছিল। কিন্তু ঠিক আছে। সেটা ওর ব্যাপার ছিল। আমি কখনও ওকে আটকাইনি।' অঙ্কিতাই জানান যে বিচ্ছেদের আগে তাঁদের মধ্যে কোনও সমস্যা বা ঝগড়া বা বৈপরীত্য ছিল না।
আরও পড়ুন: Urfi Javed: 'ছোটে পণ্ডিত' সাজতেই মিলল হুমকি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ উরফির
২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিংহ রাজপুতের মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও অভিনেতার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে আসেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যু নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, রাজ্য রাজনীতি, তখন তাঁর পক্ষে মুখ খুললেও দেখা গিয়েছিল অঙ্কিতাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial