নয়াদিল্লি: ফের শিরোনামে উরফি জাভেদ (Uorfi Javed)। হুমকি পাচ্ছেন উরফি, এমনই অভিযোগ তাঁর। উরফি জাভেদ বরাবরই তাঁর অন্য ধরনের সাজগোজ বা বলা ভাল বিশেষ ফ্যাশনের (Fashion Sense) জন্য শিরোনামে জায়গা করে নেন। প্রবলভাবে ট্রোলের (trolled) শিকারও হন তিনি। কিন্তু এবার তাঁকে একের পর এক হুমকির শিকার (threats) হতে হচ্ছে বলে অভিযোগ উরফির, তার কারণ তাঁর সাম্প্রতিক হ্যালোইন মেকওভার (Halloween Make Over)। তবে জবাব দিতেও ছাড়েননি তিনি। 


হুমকির শিকার উরফি, দিলেন সপাট জবাব


হ্যালোইনের জন্য সকলেই বিভিন্ন মেকওভারে ব্যস্ত। সেই তালিকায় নাম লেখালেন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদও। বিশেষ সাজের জন্য তিনি বেছে নিয়েছিলেন 'ভুল ভুলাইয়া' ছবিতে রাজপাল যাদবের বিখ্যাত 'ছোটা পণ্ডিত' লুক। 


উরফি এই লুক আনতে নিজের মুখে লাল রং করেছিলেন। সেই সঙ্গে পরেছিলেন কমলা ধুতি ও লাল টপ। গলায় গাঁদা ফুলের মালা, এবং কানে দুটো জ্বলন্ত ধুপকাঠি ছিল। একেবারে 'ছোটে পণ্ডিত' লুক আনতে যা যা করণীয়, সবই ছিল। কিন্তু সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই শুরু হল বিতর্ক। এবং কিছু ক্ষেত্রে তাঁকে শুনতে হল কুরুচিকর মন্তব্য ও হুমকিও। একাধিক মন্তব্যে অভিযোগ উঠে এল উরফি হিন্দু ধর্মকে অপমান করেছেন। 


২৬ বছর বয়সী উরফি জানান যে এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি এবং সেই সঙ্গে যে সকল হুমকি ইমেল তিনি পেয়েছেন তার স্ক্রিনশটও শেয়ার করে নিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, 'আমি এই দেশের মানুষদের দেখে হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়ছি, একটি সিনেমার একটি চরিত্রের লুক পুনরায় তৈরি করার জন্য আমি মৃত্যুর হুমকি পাচ্ছি যেখানে সেই চরিত্রটি কোনও বিরূপ প্রতিক্রিয়া পায়নি।' যে সকল স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, তাঁকে ভিডিও ডিলিট না করলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অপর একটিতে দেখা যাচ্ছে যে তিনি হিন্দু ধর্মকে অপমান করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। 


 






আরও পড়ুন: Parambrata Chatterjee: নিজেই ভূতে ভয় পান, অথচ 'হরর' গল্প শোনাতে তৈরি পরমব্রত!


এরপর নিজের ইনস্টাগ্রামেও একটি বিবৃতি দিয়ে পোস্ট করেন উরফি। সেখানে নিজের লুকের সঙ্গে 'ছোটে পণ্ডিত' লুকে রাজপাল যাদবের ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, 'রাজপাল যাদবের সঙ্গে কারও কোনও সমস্যা ছিল না কিন্তু আমি সেই লুক যেই রিক্রিয়েট করলাম তখনই সবার সমস্যা শুরু হল। আমি যে কত প্রাণনাশের হুমকি, ধর্ষণের হুমকি পেলাম বিনা কারণে। 'ভুল ভুলাইয়া' ছবির ১০ বছর পর আমি যেই এই পোশাক পরলাম ওমনি সকল ধর্মের রক্ষকেরা জেগে উঠলেন। কোনও রং কোনও ধর্মের হয় না, কোনও ধুপকাঠি কোনও ধর্মের হয় না, কোনও ফুল কোনও ধর্মের হয় না।' উরফির এই পোস্টে অনেকেই অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন। হুমকিকে পাত্তা না দিয়ে তাঁর 'ক্রিয়েটিভিটি'র প্রশংসা করেছেন অনেকেই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial