মুম্বই: গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন 'বিগ বস' (Bigg Boss) খ্যাত অভিনেত্রী আরশি খান (Arshi Khan)। সূত্রের খবর, দিল্লিতে তিনি শ্যুটিং করছিলেন। দিল্লির মালভিয়া নগর শিবালিক রোডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। অভিনেত্রী আরশি খানের পরিবারের পক্ষ থেকেও দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। 


গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়ার পর একটি সাক্ষাৎকারে অভিনেত্রী আরশি খান বলেন, 'আমি গাড়িতে করে যাচ্ছিলাম। সেই সময় খেয়াল করি, কয়েকজন অনুরাগী আমাকে দেখে চিনতে পেরে আমার দেখে আসছেন। সেই সময় আমি ড্রাইভারকে বলি যে, গাড়ির গতিটা একটু কমাতে। যাতে আমি ওদের দিকে হাত নাড়াতে পারি কিংবা ওদের দিকে তাকিয়ে একটি হাসতে পারি। সেই সময়ই পিছন থেকে একটি গাড়ি এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। আমাদের গাড়ির সামনের কাচ পুরো ভেঙে গুঁড়িয়ে যায়। আমার মাথায় আঘাত লাগে। আমি তখন গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। সেই সময় ওখানে থাকা কিছু মানুষ এসে আমাকে উদ্ধার করেন। এরপরই আমি অজ্ঞান হয়ে যাই। ওই অবস্থাতেই ওখানকার লোকেরা আমাকে হাসপাতালে ভর্তি করে দেয়। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে, ওই দুর্ঘটনায় আর কারও কোনও ক্ষতি হয়নি। আমাদের গাড়িটা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় আর আমার কিছুটা আঘাত লাগে। এই দুর্ঘটনায় আমারও যে বড় কোনও ক্ষতি হয়নি তার জন্য়ও ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। চিকিৎসকরা আমার শারীরিক পরীক্ষা করেন আর পরবর্তীতে হাসপাতাল থেকে মুক্তিও দিয়েছেন।'


আরও পড়ুন - Bunty Aur Babli 2 Box Office: বক্স অফিসে কেমন ব্যবসা করল 'বান্টি অউর বাবলি টু'? কতটা টেক্কা দিতে পারল 'সূর্যবংশী'কে?


হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর আরশি খান আরও জানিয়েছেন যে, চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি আগামী দু-তিন দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এরপর তিনি মুম্বইয়ে ফুরতে পারবেন। এবং কাজেও যোগ দিতে পারবেন। প্রসঙ্গত, 'বিগ বস সিজন ১৪'-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী আরশি খানকে।