মুম্বই: ছবি তৈরি হয়ে গিয়েছে বহুদিন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিনেমাহল বন্ধ থাকায় আটকে ছিল মুক্তি। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই ছবি মুক্তির ঘোষণা করে অন্যান্য পরিচালক-প্রযোজকদের মতো যশরাজ ফিল্মস। সেই অনুযায়ী গত শুক্রবার সিনেমাহলে মুক্তি পেয়েছে 'বান্টি অউর বাবলি টু' (Bunty Aur Babli 2)। ছবিতে দীর্ঘ বারো বছর পর স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে সেফ আলি খান (Saif Ali Khan) এবং রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji)। সঙ্গে নতুন জুটি সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। এত বড় বড় তারকা নিয়ে বক্স অফিসে কেমন ব্যবসা করতে শুরু করেছে 'বান্টি অউর বাবলি টু'?


করোনা পরিস্থিতির কারণে মুক্তি আটকে ছিল পরিচালক রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'ও। দীপাবলিতে মুক্তি পায় সেই ছবি। মুখ্য চরিত্রে দর্শক পেয়েছে জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অজয় দেগন এবং রণবীর সিংহকে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের মাল্টিস্টারার ছবি সিনেমাহলে মুক্তি পেতেই লাভের মুখ দেখেছে। বক্স অফিসে শুরু থেকেই দারুণ ব্যবসা করেছে 'সূর্যবংশী'। প্রায় ২০০ কোটির ক্লাবে পৌঁছেও গিয়েছে। কিন্তু শুরু থেকেই তেমন ব্যবসা করতে পারল না 'বান্টি অউর বাবলি টু'। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার সেফ-রানি জুটির এই ছবি ব্যবসা করেছে ২.৬০ কোটি টাকার, শনিবার ২.৫০ কোটি টাকার এবং রবিবার ৩.২০ কোটি টাকার। অর্থাৎ, মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ছবির মোট বক্স অফিস কালেকশন ৮.৩০ কোটি টাকা। 



আরও পড়ুন - Amitabh on Bob Biswas Trailer: 'বব বিশ্বাস'-র হাড়হিম করা ট্রেলারে অভিষেককে দেখে কী বললেন অমিতাভ বচ্চন?


সূত্রের খবর, ২০০৫ সালে মুক্তি পাওয়া 'বান্টি অউর বাবলি' ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়। সেই ছবিও প্রথম সপ্তাহের শেষে ব্যবসা করেছিল ৮.৭৫ কোটি টাকার। ফলে প্রথম ছবির সপ্তাহান্তের বক্স অফিস কালেকশনকেও এখনও টেক্কা দিতে পারেনি 'বান্টি অউর বাবলি টু'। ছবির শুরুর বক্স অফিস কালেকশন আশা জাগাতে পারল না ছবি নির্মাতাদের মনে।