নয়াদিল্লি: ১৮তম সিজন নিয়ে ফিরছে 'বিগ বস' (Bigg Boss 18)। জনপ্রিয় এই রিয়েলিটি গেম শো-র (Reality Game Show) পরবর্তী সিজনের আনুষ্ঠানিক ঘোষণা করা হল। নতুন যে প্রোমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে বর্তমান পেরিয়ে এবার ভবিষ্যতের দিকে উঁকি দিতে চলেছে 'বিগ বস ১৮'। এই গেম শোয়ের চিরাচরিত নিয়ম এবার ভাঙতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 


সলমন খানের হাত ধরে এল 'বিগ বস ১৮' প্রোমো


সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় ফিরছে 'বিগ বস ১৮'। দীর্ঘ সময় ধরে তিনিই এই গেম শোয়ের মুখ। তাঁর কথাতেই মনে করা হচ্ছে যে এবার খানিক ট্যুইস্ট থাকবে গেম শোয়ে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'এবার বিগ বস দেখবেন ঘরের বাসিন্দাদের ভবিষ্যৎ। তাহলে কে কবে কীভাবে বদলাবে নিজেদের লিখিত ভাগ্য?' আগামী ৬ অক্টোবর থেকে রাত ৯টায় কালার্সে শুরু হচ্ছে 'বিগ বস ১৮'। 


উচ্ছ্বসিত তারকা সঞ্চালক সলমন খান বলেন, ''বিগ বস'-এর ১৮তম সিজনে ফিরে আসাটা মনে হচ্ছে যে আমাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা এক মহান উত্তরাধিকারের কাছে ফিরে আসছি। প্রতি মরশুমে, আমরা বিনোদনকে পুনরায় সংজ্ঞায়িত করি এবং এবারও তার থেকে আলাদা কিছু হবে না। 'টাইম কা তাণ্ডব' থিমের সঙ্গে 'বিগ বস' শুধু বর্তমানকেই দেখছেন না - তিনি বাড়ির সদস্যদের ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছেন।' এবার প্রতিযোগীদের কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা দেখার অপেক্ষায় অনুরাগীরাও। 


আরও পড়ুন: Laapata Ladies: মিলল সুখবর! অস্কার ২০২৫-এর মনোনয়নে ভারত থেকে পৌঁছল 'লাপতা লেডিজ'






গত ২ অগাস্ট শেষ হয়েছে 'বিগ বস ওটিটি' সিজন ৩। সেখানে বিজেতা ঘোষিত হন সানা মকবুল (Sana Makbul)। সানা পেয়েছেন বিগ বসের ট্রফি আর ২৫ লাখ টাকা। দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পরে, বিগ বস-এর ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত সানা। এদিন কালো পোশাকে সেজেছিলেন তিনি। জয়ের পরে তিনি বলেন, 'নাজ়ী-র আমার ওপর বিশ্বাস ছিল।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।