iQoo Phones: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড হল আইকিউওও (iQoo Phones)। এই কোম্পানির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আইকিউওও ১৪ ফোন (iQoo 13) দেশে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি ফোন কবে লঞ্চ হতে পারে তার একটা আভাসও পাওয়া গিয়েছে। আইকিউওও ১২ ফোনের সাকসেসর হিসেবে আইকিউওও ১৩ ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি AMOLED স্ক্রিন হতে চলেছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এখানে 2K রেজোলিউশন পাওয়া যাবে। আইকিউওও ১৩ ফোনে থাকতে পারে ৬১৫০ এমএএইচ ব্যাটারি।
ভারতে কবে লঞ্চ হতে পারে আইকিউওও ১৩ ফোন, দাম কত হওয়ার সম্ভাবনা
আইকিউওও ১২ এবং আইকিউওও ১২ প্রো - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। তার থেকেই অনুমান, আইকিউওও ১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে। শোনা যাচ্ছে, ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিন্তু নিশ্চিত ভাবে কোনও তারিখ এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে আভাস পাওয়া গিয়েছে, আইকিউওও ১৩ ফোনের দাম ভারতে ৫৫ হাজার টাকার আশপাশে হতে পারে। বেস মডেলের দাম এই রেঞ্জে থাকবে বলে অনুমান।
আইকিউওও ১৩ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে
- ৬.৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে আইকিউওও ১৩ ফোনে যেখানে 2K রেজোলিউশন সাপোর্ট থাকতে পারে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকতে চলেছে আইকিউওও ১৩ ফোনে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকার কথা রয়েছে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে আইকিউওও ১৩ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের 2x টেলিফটো ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এটি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ৫জি ফোন লঞ্চ হল ভারতে, ক্যামেরায় রয়েছে তাক লাগানো ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।