মুম্বই: বলিউডি ছবি একশো কোটির ক্লাবে ঢুকছে, এরমধ্যে নতুনত্বের তেমন আর বিশেষ কিছু নেই। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া আমির খানের ছবি ‘দঙ্গল’ ছুঁলো নয়া রেকর্ড। নতুন ইতিহাস সৃষ্টি করে দু হাজার কোটির ক্লাবে ঢুকে গেল আমিরের ছবি। ফোর্বসে প্রকাশিত তথ্য অনুযায়ী চিনের মাল্টিপ্লেক্সগুলো থেকে আরও আড়াই কোটি টাকার ব্যবসা করে, দুহাজারের ক্লাবে পৌঁছে গেছে ‘দঙ্গল’।


তবে এখানেই শেষ নয় ‘দঙ্গল’-এর সাফল্যের যাত্রা। নন-ইংলিশ ছবি হিসেবে বক্স অফিসে আয়ের বিচারে পঞ্চম স্থানে রয়েছে ‘দঙ্গল’। চিনা দর্শকদের ওপরও এছবির প্রভাব মারাত্মক। ‘দ্য জঙ্গল বুক’, ‘জুটোপিয়া’, ‘ক্যাপটেন আমেরিকা: সিভিল ওয়ার’ এবং আরও অনেক ছবিকে পিছনে ফেলে এখন ‘দঙ্গল’-এর সাফল্যের রথ ছুটছে দুরন্ত গতিতে।

এই ছবিটি শুরুতেই বিভিন্ন কারণে দর্শকের নজর কেড়েছে। তারমধ্যে আমিরের চেহারার আমূল পরিবর্তনও এর অন্যতম কারণ ছিল। প্রসঙ্গত, এখনও পর্যন্ত যতগুলো নয়া মাইলস্টোন তৈরি করেছে আমিরের এই ছবি, এরআগে বলিউডের ইতিহাসে কোনও ছবিই সেই রেকর্ড ছুঁতে পারেনি। তবে চিনে ‘দঙ্গল’কে কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছে এস.এস রাজামৌলির ‘বাহুবলী’।