মুম্বই: মুম্বইয়ের আন্ধেরি এলাকায় ২৬ বছরের এক উঠতি অভিনেতার রহস্যজনক মৃত্যু। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান ।অক্ষত উৎকর্ষ চৌধুরী নামে ওই উঠতি অভিনেতা রবিবার রাতে আন্ধেরিতে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি আদতে বিহারের বাসিন্দা বলে জানা গেছে। ময়নাতদন্তের পর পুলিশ উৎকর্ষের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে। পরিবারের সদস্যরা উৎকর্ষের দেহ বিহারে নিয়ে গিয়েছেন। এরইমধ্যে তাঁরা উৎকর্ষের মৃত্যু সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। পরিবার মুম্বই পুলিশের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত না করারও অভিযোগ তুলেছেন।
লখনউয়ে এমবিএ পড়তে এসেছিলেন উৎকর্ষ। সেখান থেকে ভোজপুরী সিনেমায় অভিনয়ের জন্য তিনি মুম্বইতে এসেছিলেন। মুজফফপুরের সিকন্দরপুর এলাকায় বাসিন্দা এই উঠতি অভিনেতার বাবার নাম রাজু চৌধুরী। গত দুই বছর ধরে মুম্বইয়ে ছিলেন উৎকর্ষ সেখানে আন্ধেরি ওয়েস্টে সুরেশ নগরে ভাড়ার ফ্ল্যাটে থাকতেন।
উৎকর্ষের কাকা পুলিশের কাছে দেওয়া বয়ানে জানিয়েছেন, উৎকর্ষ অন্য এক উঠতি অভিনেত্রী স্নেহা চৌহানের সঙ্গে থাকতেন। তাঁরা একে অপরের বেশ ঘনিষ্ঠ ছিলেন। আকাঙ্খা দুবে নামে দ্বিতীয় এক তরুণী সম্পর্কেও জানিয়েছেন উৎকর্ষের কাকা। আকাঙ্খা উৎকর্ষের এমবিএ-র সহপাঠিনী ছিলেন।
উৎকর্ষের মৃত্যুর কথা তাঁর গার্লফ্রেন্ডই পুলিশকে জানিয়েছিলেন। উৎকর্ষ মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজের পাশাপাশি অভিনয় করতেন। আসন্ন একটি সিনেমা লিট্টি চোখা-তেও তিনি কাজ করেছিলেন। মুম্বই পুলিশ জানিয়েছে, উৎকর্ষের আর্থিক পরিস্থিতি ভালো ছিল না।