নয়াদিল্লি: বিহারের (Bihar) প্রাণকেন্দ্রে অবস্থিত মুজাফফরপুরের (Muzaffarpur) এক উদীয়মান অভিনেত্রী ফলক খানের (Falak Khan) জন্য আনন্দের খবর। তাঁর উদযাপনের বিশেষ কারণ ঘটেছে যে। তাঁর স্বল্প দৈর্ঘ্যের ছবি 'চম্পারণ মটন' (Champaran Mutton) এক মাইলফলক ছুঁয়েছে। পুণের 'ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'র (Film and Television Institute of India) রঞ্জন কুমার (Ranjan Kumar) পরিচালিত এই ছবি সাফল্যের সঙ্গে সিনেমাটি অস্কারের 'স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড'-এর সেমিফাইনাল রাউন্ডে (Oscar's Student Academy Award) পৌঁছেছে।
অস্কারের 'স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড'-এর সেমিফাইনালে পৌঁছল 'চম্পারণ মটন'
'চম্পারণ মটন' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফলক খান। স্বভাবতই ছবির সফরের কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত তিনি। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী ছবির গোটা টিমকে ধন্যবাদ জানান এই ছবিতে প্রাণদানের জন্য। এএনআইকে তিনি বলেন, 'আমি গোটা টিমের কাছে কৃতজ্ঞ এই জয়ের জন্য। আমরা যে কঠোর পরিশ্রম করেছি এই ছবির জন্য, তারই ফল এটি।'
এই ছবির গল্প মূলত এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামের গল্প, যেখানে এই ধরনের পরিবার প্রত্যেকদিন যেসকল সমস্যার সম্মুখীন হয় তারও ঝলক রয়েছে।
বিহারের প্রেক্ষাপটে তৈরি, এই ছবির গল্প আবর্তিত হয় এক যুবককে ঘিরে যে লকডাউনের মাঝে হঠাৎই জানতে পারে সে যে তার চাকরি চলে গেছে, যখন বহু মানুষের চাকরি চলে যায়। ব্যক্তিগত কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও, নায়ক একজন মহিলার ভালবাসা জয় করার জন্য একটি আবেগঘন যাত্রা শুরু করেন যার জন্য তিনি গভীরভাবে যত্নশীল। গল্পটি কঠিন পরিস্থিতিতে ব্যক্তিদের স্থিতিস্থাপকতা এবং সংকল্পকে সুন্দরভাবে ফ্রেমবন্দি করে, যা সর্বজনীন স্তরে দর্শকদের সঙ্গে অনুরণিত হয়।
অস্কারের 'স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' পরিচালনার জগতে যাঁরা সবেমাত্র পা রাখছেন তাঁদের জন্য এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বিশ্বজুড়ে বিভিন্ন ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউট থেকে ১৭০০ ছবি জমা পড়ে। প্রথম সারির প্রতিযোগীদের মধ্যে নাম উঠেছে 'চম্পারণ মটন'-এর। আত্মবিশ্বাসী ফলক খান, এবং তিনি আশাবাদী যে তাঁর ছবি ফাইনাল রাউন্ডেও পৌঁছবে সেরার শিরোপার লড়াইয়ের জন্য।
আরও পড়ুন: Top Social News: চূর্ণীর সাফল্যে উচ্ছ্বসিত কৌশিক, কিয়ারার অভিনব জন্মদিন পালন, নজরে সোশ্যালে সেরা
আরও ১৬টি ছবির মধ্যে অন্যতম বিহারের 'চম্পারণ মটন' ছবিটি। এই ছবিগুলিই 'স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড'-এর ফাইনাল রাউন্ডের জন্য লড়াই করবে। দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজিত ছবির টিম, তবে আপাতত গর্বিত ও আনন্দিত তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন