মুম্বই: ফের নয়া জীবনীমূলক ছবি (Biopic) উপহার পেতে চলেছেন বলিউড দর্শক। চিত্র পরিচালক জসমীত কে রীন (Jasmeet K Reen) সিনেমা তৈরি করতে চলেছেন ভারতীয় সিনেমার (Indian Cinema) কিংবদন্তি শিল্পী মধুবালার (Madhubala) জীবন ও কেরিয়ারের ওপর ভিত্তি করে। ঘোষণা করা হল ছবির কথা।
মধুবালার জীবনী নিয়ে তৈরি হবে সিনেমা, পরিচালনায় জসমীত কে রীন
শুক্রবার, 'সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই প্রজেক্টের কথা ঘোষণা করা হয়। ছবির পরিচালনা করবেন 'ডার্লিংস' পরিচালক জসমীত কে রীন। সংস্থার তরফে এই পোস্ট করে লেখা হয়, 'দারুণ খবর! আমরা আমাদের আগামী ছবির কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত উত্তেজিত যা তৈরি হচ্ছে কিংবদন্তি মধুবালাকে শ্রদ্ধা জানিয়ে, যিনি সৌন্দর্য্য ও প্রতিভার প্রতীক। বলিউডের অন্যতম আইকনিক তারকাদের চিরকালীন মোহময় এবং চিত্তাকর্ষক গল্প জানতে প্রস্তুত হন।' খুব দ্রুত আসছে 'মধুবালা' ছবিটি, জানানো হয় সংস্থার তরফে।
এই বায়োপিকে অভিনেত্রীর কর্মজীবন, জীবন, ও ভারতীয় সিনেমা জগতে তাঁর প্রভাব ও অবদান নিয়ে তৈরি হবে ছবিটি। ১৯৫০ থেকে ৬০ পর্যন্ত সময়কালে বলিউডের সবচেয়ে উদযাপিত অভিনেত্রী ছিলেন মধুবালা। তাঁর সৌন্দর্য্যের জুড়ি মেলা ছিল ভার। রূপের ছটা তাঁর এমনই ছিল, যে বলা হয়, অনেক সময় তাতে তাঁর অভিনয় প্রতিভাও চাপা পড়ে যেত।
১৯৪৭ সালে প্রথম ব্রেক পান মধুবালা। প্রবীণ চিত্র পরিচালক কিদর শর্মার পরিচালনায় ও প্রযোজনায় তৈরি হয় 'নীল কমল'। কিদর শর্মা তাঁর মেন্টরও বটে। মাত্র ১৪ বছর বয়সে তিনি রোম্যান্টিক ছবির নায়িকার চরিত্রে অভিনয় করেন। তাঁর বিপরীতে ছিলেন রাজ কপূর।
জসমীত কে রীন এর আগে আলিয়া ভট্টের সঙ্গে 'ডার্লিংস' ছবির পরিচালনা করেছেন। এই ছবির পরিচালনাও তিনি করবেন, চিত্রনাট্যও তাঁরই লেখা। 'সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনস' ও 'ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেড'-এর প্রযোজনায় তৈরি হবে ছবি।
আরও পড়ুন: New Bangla Band: একঝাঁক তরুণ গায়কদের নিয়ে নতুন বাংলা ব্যান্ড নিয়ে এল এসভিএফ, মুক্তি পেল 'কেন'
মধুবালা ওরফে মুমতাজ জাহান বেগম দেহলভি, ভারতীয় সিনে জগতের স্বর্ণযুগের অজস্র ক্লাসিক ছবিতে অভিনয় করেছেন। মধুবালা অভিনীত কালজয়ী ছবিগুলির অন্যতম 'মুঘল এ আজম', 'চলতি কা নাম গাড়ি', 'মহল', 'বরসাত কি রাত' ইত্যাদি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।