কলকাতা : লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। যদিও প্রচারের ময়দানে নেমে পড়েছে প্রায় প্রতিটি রাজনৈতিক দল। মোদি সরকারের বিরুদ্ধে লড়াই কতটা জোরদার করতে পারবে বিরোধীরা ? বিজেপি তথা এনডিএ কি পারবে ফের একবার ক্ষমতায় প্রত্যাবর্তন করতে ? সে তো সময় বলবে। কিন্তু, তার আগে ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ৪১,৭৬২ জনের সঙ্গে কথা বলেছেন C ভোটারের সমীক্ষকরা। একাধিক ইস্যুতে সমীক্ষা চালানো হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত। সেই সমীক্ষায় এবার সামনে এল। সমীক্ষায় একদিকে যেমন মোদি সরকারের পারফরম্যান্সে রেজাল্ট বেরিয়েছে, তেমনই এরাজ্যে মমতা সরকার কেমন কাজ করছে তা নিয়েও তাঁদের মতামত জানিয়েছেন মানুষ। কী ভাবছেন মোদি ও মমতা সরকারকে নিয়ে মানুষ ?
প্রধানমন্ত্রীর পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট ?
খুব সন্তুষ্ট- ৪৪
মোটামুটি সন্তুষ্ট- ৩৫
অসন্তুষ্ট- ২০
বলতে পারব না- ১
মোদি সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট ?
খুব সন্তুষ্ট- ৩১
মোটামুটি সন্তুষ্ট- ৪০
অসন্তুষ্ট- ২৬
বলতে পারব না- ৩
মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট ?
খুব সন্তুষ্ট- ৩২
মোটামুটি সন্তুষ্ট- ৩১
অসন্তুষ্ট- ৩৭
মমতা সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট ?
খুব সন্তুষ্ট- ২৭
মোটামুটি সন্তুষ্ট- ২৯
অসন্তুষ্ট- ৪৩
বলতে পারব না- ১
(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)
আরও পড়ুন ; পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান ? যা উঠে এল C Voter সমীক্ষায় ?