কলকাতা: নতুন ছবির পাশাপাশি, দর্শকের জন্য নতুন গান, আর নতুন সঙ্গীতশিল্পীদেরও সুযোগ করে দেওয়ার চেষ্টা করে এসভিএফ প্রযোজনা সংস্থা (SVF)। সঙ্গীতের জগতে বর্তমানে নতুন শিল্পীদের দিয়ে একাধিক কাজ করছে এসভিএফ মিউজিক (SVF Music)। আর এবার, এই সংস্থারই হাত ধরে হাজির নতুন এক বাংলা ব্যান্ড। নাম, পরিধি (Paridhi)। মুক্তি পেল, নতুন গান, 'কেন' (Kyano)। এটিই পরিধি ব্যান্ডের তৈরি প্রথম গান।
এই গানে তুলে ধরা হয়েছে, কলকাতার বুকে জন্ম নেওয়া নতুন এক বাংলা ব্যান্ডের লড়াইয়ের গল্প। কীভাবে তাঁরা এই শহরের বুকে কীভাবে বাঁচছে, থাকছে, আঁকড়ে ধরছে নিজের শিল্পকে, বাঁচিয়ে রাখছে নিজেদের আবেগ, অনুভূতি.. সেটাই তুলে ধরা হয়েছে এই গান জুড়ে। এই গানের মুক্তি নিয়ে টিম পরিধি বলছে, 'এসভিএফ মিউজিক যে আমাদের নিজেদের গানকে, নিজেদের শিল্পকে তুলে ধরার জন্য যে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য আমরা ভীষণ খুশি। বাংলায় স্বনির্ভর গানের জগতে এই 'কেন' গানটির হাত ধরেই পা রাখলাম আমরা। কেবলমাত্র নিজস্ব স্টাইল বা গানের বিভিন্ন দিক নয়, 'কেন' গানটি যেন এক্কেবারে স্বতন্ত্র হয়, সেইদিকেও খেয়াল রাখা হয়েছে। প্রথম কাজ হলেও, আমরা এই কাজটা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।'
শুভম মৈত্রের সঙ্গে হাত মিলিয়ে পরিধি-র নতুন এই গানে এমনই এক সহজ ছন্দ রয়েছে, ভাষার বাঁধন রয়েছে যে এর সঙ্গে নিজেদের মিলিয়ে ফেলতে পারবেন অনেকেই এমনটাই বিশ্বাস নির্মাতাদের। বাংলায় ব্যান্ডের সংস্কৃতি দীর্ঘদিনের। তবে সেই সংস্কৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনতে চায় এসভিএফ মিউজিক। নতুন সঙ্গীতশিল্পীদের প্ল্যাটফর্ম দিয়ে বাংলার সঙ্গীতশিল্পীদের কাছে একটি দিগন্ত উন্মোচিত করে দিতে চায় এসভিএফ। এই প্রথম নয়, বাংলার স্বতন্ত্র গান নিয়ে এর আগেও একাধিক কাজ করেছে এসভিএফ। সদ্য বীরভূমের একটি লাইভ স্টেজ শো-তে একাধিক নতুন সঙ্গীতশিল্পীদের একই মঞ্চে নিয়ে এসেছিল এসভিএফ মিউজিক।
আরও পড়ুন: Amitabh Bacchan: অস্ত্রোপচার সফল, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ, ঠিক কী হয়েছিল তাঁর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।