কলকাতা:  আবারও খবরের শিরোনামে উঠে এলেন বিপাশা বসু ও কর্ণ সিং গ্রোভার। তাঁদের জীবনে এল এক নতুন সদস্য়। আর এই সুখবর নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এই সেলিব্রিটি কাপল। সম্প্রতি ৯০ লাখের একটি অডি Q7 কিনেছেন এই ডুয়ো। আর গাড়ি কেনার  মুহূর্তের সেই ভিডিও ইন্সটাগ্রামে পোস্টও করেছেন তাঁরা। ভিডিওর ক্য়াপশানে বিপাশা লিখেছেন, 'দেবীর নতুন রাইড দুর্গা দুর্গা'। এই ভিডিও পোস্টের পর কর্ণ-বিপাশাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ভক্তকূল।




আরও পড়ুন...


ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?



প্রসঙ্গত, গত মাসেই সাত বছরের বিবাহবার্ষিকী ধুমধাম করে পালন করেছেন বিপাশা বসু ও কর্ণ সিং গ্রোভার। সেদিন কালো পোশাকে সেজেছিলেন বিপাশা ও কর্ণ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে বিপাশা লিখেছিলেন, 'স্বামী-স্ত্রী হিসেবে সাত বছর পার। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয়'। তাঁর পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছিল, কেকের সামনে গানের ছন্দে মজা করে নাচ করছেন বিপাশা ও কর্ণ। তারপরে হাতে হাত রেখে তাঁরা ছুরি চালান কেকে। বিশাল এক ম্যাঙ্গো কেক হাজির হয়েছিল তারকা দম্পতির জন্য। কেক কেটে একে অপরের মুখে তুলে দিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে সহ অভিনেতা অভিনেত্রীরা শুভেচ্ছা জানিয়েছিলেন অনেক বন্ধু, পরিচিতেরা। 


বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় দেবীর প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন তাঁরা। বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অবশ্য দেখা গেল না একরত্তিকে।


অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় কার্যত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না তিনি, প্রত্যেকটা দিন অনিশ্চিত বলে মনে হচ্ছিল। আর তাই সন্তানসম্ভবা হওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দেন বিপাশা। ২০২১ সালের শেষের দিকে, কোভিড পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে এলে তিনি ও কর্ণ ফের পরিকল্পনা শুরু করেন। ২০২২ সালের অগাস্টে বিপাশা তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর দেন। এরপরে তাঁর কোলে এসেছে ছোট্ট দেবী। সেই এখন বিপাশা-কর্ণের চোখের মণি।