মুম্বই: ফের লাইমলাইটে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। না, কোনও ছবির জন্য নয়, এবার এই দম্পতি কন্ডোমের বিজ্ঞাপন দিয়েছেন। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তাঁরা।

ভিডিও পোস্ট করে বিপাশা লিখেছেন, আমাদের দেশ জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম। অথচ সেক্স আর কন্ডোম এখনও এখানে ট্যাবু। কন্ডোমের সাহায্যে পরিবার ছোট রাখা সহজ, সুরক্ষিত যৌন সম্পর্কের জন্যও এর প্রয়োজন।

দেখুন সেই ভিডিও




নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিও। বিপাশা-কর্ণের ওপর ঝাঁপিয়ে পড়েছেন ট্রোলেরা। কেউ বলছেন, এ বয়সে আর কী করবে, কেউ বলছেন, কী আর করবে, হাতে ছবি নেই যে। আবার কারও পরামর্শ, এর থেকে ব্লু ফিল্ম ট্রাই কর।