মুম্বই: বিপাশা বসুকে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছেন ভাল বন্ধু সলমন খান? সম্প্রতি, মুম্বইয়ের একটি সংবাদপত্রের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
গত ৩০ এপ্রিল একটি প্রাইভেট অনুষ্ঠানে ‘অ্যালোন’ ছবির সহ-অভিনেতা করণ সিংহ গ্রোভারকে বিয়ে করেন ৩৭ বছরের বিপাশা। শোনা যাচ্ছে, বিয়েতে ‘বিপ্স’-কে ১০ কোটি টাকার বাড়ি উপহার দিয়েছেন সলমন। এমন মুখরোচক খবর এখন টিনসেল টাউনে সকলের মুখে মুখে ফিরছে।
যার জেরে এই নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। ট্যুইটারে খবরটিকে পুরোপুরি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন বিপাশা। খবরের লিঙ্ক দিয়ে তিনি লিখেছেন, এর চেয়ে বড় ছাইপাশ এর আগে দেখিনি। কেন আমি কারও থেকে এধরনের উপহার নেব?
বিয়ের উপহারে বিপাশাকে ১০ কোটি টাকার বাড়ি দিয়েছেন সলমন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2016 09:45 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -