কলকাতা: স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ' (Mahapeeth Tarapeeth)। বামাক্ষ্যাপার একাধিক অত্যাশ্চর্য গল্প শোনায় ও দেখায় এই ধারাবাহিক আমাদের। এবার সেই ধারাবাহিকেই বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে (Biplab Chatterjee)। 


বামা চিরকাল তাঁর ভক্তদের সঙ্গে একাত্ম থাকে। তাঁদের প্রত্যেকের জীবনের প্রতি পদক্ষেপের খবর সে ঠিকই পেয়ে যায়। তাঁদের সুখ-দুঃখের হিসেব থাকে বামার কাছে। তেমনই সে হঠাৎ বুঝতে পারে যে তাঁর অন্যতম ভক্ত প্রবল পরিমাণে সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। সেই ভক্তের নাম বিষ্ণুদাস। সে এক গরিব কীর্তনিয়া। প্রতিভা থাকা সত্ত্বেও কোনও কীর্তন দলের অংশ নয় সে। প্রবল অভাব অনটনে কাটে দিন। 


আরও পড়ুন: Mukti Web Series: ওয়েব সিরিজে ঋত্বিক-অর্জুন জুটি, আসছে রোহন ঘোষের 'মুক্তি'


হাতে তেমন কাজ নেই বিষ্ণুদাসের। নেই টাকা পয়সাও। এদিকে বাড়িতে বাবা-মা হারা নাতনি, রাধারানি রয়েছে। ফলে বিষ্ণুদাস চায় তাড়াতাড়ি নাতনির বিয়ে দিয়ে দিতে। কিন্তু তার বিয়েও দিতে পারছে না সে, টাকার যে বড়ই অভাব। এমনই এক পরিস্থিতিতে গল্পের শুরু। তখনই বিষ্ণুদাসের গ্রামে পৌঁছন বামা। এরপর কী ঘটে সেটা জানা যাবে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে। 


বামার ভক্ত বিষ্ণুদাসের চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে। শ্য়ুটিং ফ্লোরে কাজ চলাকালীন ক্যামেরাবন্দি হলেন তিনি। শোনা যাচ্ছে বিপ্লব চট্টোপাধ্যায়ের পর্ব দুটি দেখতে পাওয়া যেতে পারে ৭ ও ৮ ডিসেম্বর তারিখে। 


ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয় এই অভিনেতা। প্রায়ই বান্ধবী ঐন্দ্রিলা শর্মার হেল্থ আপডেট দেন তিনি। বলা ভাল তাঁর পোস্ট দেখেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার যাবতীয় আপডেটের সিংহভাগ জানতে পারেন অনুরাগীরা। কিছুদিন আগেই সব্যসাচী পোস্ট করে লেখেন,  'ঐন্দ্রিলাকে নিয়ে এটাই আমার শেষ লেখা। আর এটাই হল ওর চিকিৎসার শেষ মাস'।