কলকাতা: তৈরি হচ্ছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'মুক্তি'। চলছে শ্য়ুটিং। রোহন ঘোষের পরিচালনায় তৈরি 'মুক্তি' (Mukti) ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakrabarty) ও অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakrabarty)। ওয়েব সিরিজটি মুক্তি পাবে অনলাইন স্ট্রিমিং জায়েন্ট জি ফাইভে (Zee 5)।


নতুন ওয়েব সিরিজ সম্পর্কে কী জানালেন পরিচালক? (Director Rohan Ghose on the show)


পরিচালক রোহন ঘোষের কথায়, 'জি ফাইভের মতো একটি কন্টেন্ট জায়েন্টের সঙ্গে কাজ করতে পেরে খুবই উচ্ছ্বসিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয়তাবাদী বিষয় নিয়ে তৈরি সিরিজ বিশ্বের দরবারে আনতে পারব। 'মুক্তি' এমন একটি সিরিজ যাঁর শেষে নাম দেখানো হয়ে গেলেও সকলের মধ্য়ে তার রেশ থেকে যাবে। সকলে ভাবতে থাকবে 'মুক্তি' কথার আসল মানে কী। আমরা এরই মধ্যে শ্যুটিং সেরে ফেলেছি এবং একটি ক্লাসিক সিরিজ নিয়ে আসার চেষ্টা করছি।'


কিছুদিন আগেই অর্জুন চক্রবর্তীর সঙ্গে শ্যুটিং শেষের ছবি পোস্ট করেন রোহন ঘোষ। ছবি শেয়ার করেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গেও।


 






 






 দেশাত্মবোধক পিরিয়ড ড্রামা হিসেবে তৈরি হচ্ছে 'মুক্তি'। জি ফাইভে দেখতে পাওয়া যাবে এই ওয়েব সিরিজটি।


আরও পড়ুন: Aparajita Apu Update: স্বপ্ন পূরণের লক্ষ্যে অপু, কিন্তু পথে হঠাৎ দেরি, শেষ পর্যন্ত কি স্বপ্ন অপূর্ণই থাকবে তাঁর?