মুম্বই: তামিল ছবিতে দাপিয়ে বেড়িয়েছিলেন আগেই, তারপর ‘রাঞ্জনা’ আর ‘শমিতাভ’ দিয়ে মন কেড়েছিলেন বলিউডের। গান থেকে অভিনয়, একাধিকবার দর্শকদের মন জয় করেছেন দক্ষিণী অভিনেতা, গায়ক ধনুশ। আজ ‘কোলাবেরি-ডি’-র জনপ্রিয় সেই গায়কের জন্মদিন। তাই সকাল থেকেই ভক্তরা বিভিন্ন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

সম্প্রতি ‘আসুরান’ ছবির শ্যুটিং শেষ করেছেন ধনুশ। ২০০২ সালে তাঁর বাবা কস্তুরী রাজার পরিচালনায় ছবি ‘থুল্লুভাদো ইয়ামাই’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন ধনুশ। এরপর গান ও অভিনয় মিলিয়ে এখনও অবধি তাঁর ঝুলিতে তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং সাতটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বিখ্যাত এই তারকার আরেক পরিচয় তিনি দক্ষিণী মহাতারকা রজনীকান্তের জামাই।

আজ জন্মদিনে তাঁর টুইটার অ্যাকাউন্টে ভক্তদের ভিড় জমেছে। ভক্তদের শুভেচ্ছায় আপ্লুত ধনুশ ধন্যবাদ জানান ভক্তদের।