মুম্বই: ম্যাচের শেষে অধিনায়কের ক্যারিশ্মায় বেঙ্গল ওয়ারিয়র্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। প্রো কবাডি লিগের ১৩ তম ম্যাচটি শেষ অবধি উত্তেজনা ধরে রাখল বাংলা ও জয়পুরের দল। রোমাঞ্চক ম্যাচ শেষ হল ২৭-২৫ ব্যবধানে। বেঙ্গল ওয়ারিয়র্সকে হারিয়ে হারিয়ে জয়পুর এখন ১০ নম্বর নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে। বাংলা ৫ নম্বরে। ম্যাচের প্রথমার্ধে বাংলা এগিয়েছিল ১৪-১০ ব্যবধানে। কিন্তু ম্যাচের শেষে ব্যবধান মিটিয়ে এগিয়ে যায় জয়পুর। শেষমেশ জয়ও ছিনিয়ে নেয় পিঙ্ক প্যান্থার্স। এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলা। এটাই তাদের প্রথম পরাজয়।
জয়পুরের অধিনায়ক দীপক হুড্ডার লড়াকু পারফর্ম্যান্সই এই ম্যাচের সম্পদ। এই ম্যাচে দীপকের ব্যক্তিগত পয়েন্ট ৮০০ ছাড়ালো। দীপকের আগে এই তালিকায় আছে প্রদীপ নরবাল (৮৮২) ও রাহুল চাঁধরীর (৮৯৫) নাম।
জয়পুর ম্যাচের শেষ ৩০ সেকেন্ডে বাংলাকে অল আউট করে। তাই শেষ মুহূর্ত অবধি উত্তেজনায় টইটম্বুর ছিল গ্যালারি। পিঙ্ক প্যান্থার্সের খেলোয়াড় সন্দীপ ধুলের ঝুলিতে আসে ৮ পয়েন্ট। অধিনায়কের সংগ্রহ ৬। টিম রেড থেকে ১২ পয়েন্ট ও ট্যাকল থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে। অলআউট করায় টিমের প্রাপ্তি ২ পয়েন্ট এবং অতিরিক্ত ৩ পয়েন্ট। বাংলার দলের হয়ে ৭ পয়েন্ট ছিনিয়ে নেন প্রাপঞ্জত সিংহ, মনিন্দর ও বলদেব সিংহর সংগ্রহ ৬ করে পয়েন্ট। বাংলার দলের রেড থেকে প্রাপ্ত ১৩, ট্যাকল থেকে ১১ এবং অতিরিক্ত ১ পয়েন্ট।
প্রো কবাডি: বেঙ্গল ওয়ারিয়র্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে লিগ টেবিলে দ্বিতীয় জয়পুর পিঙ্ক প্যান্থার্স
web desk, ABP Ananda
Updated at:
28 Jul 2019 10:47 AM (IST)
জয়পুর ম্যাচের শেষ ৩০ সেকেন্ডে বাংলাকে অল আউট করে। তাই শেষ মুহূর্ত অবধি উত্তেজনায় টইটম্বুর ছিল গ্যালারি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -