মুম্বই: অমিতাভ বচ্চন-এর ঘরণী, অভিষেক-শ্বেতার মা, ঐশ্বর্যার শ্বাশুড়ি জয়া বচ্চনের আজ ৬৬ তম জন্মদিন। জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের বহু অজানা কথা।
প্রথম দর্শনেই নাকি তিনি প্রেমে পড়েছিলেন বিগ বি-র,  এক সাক্ষাত্কারে একথা নিজেই জানিয়েছেন জয়া (ভাদুড়ি) বচ্চন। জয়া এমন সময় নিজের কেরিয়ার শুরু করেছিলেন বলিউডে, যে সময় টিনসেল টাউন দাপিয়ে বেড়াচ্ছিলেন শর্মিলা ঠাকুর, মুমতাজ, হেমা মালিনীর মতো ডাকসাইটে সুন্দরী ও ক্ষমতাশালী অভিনেত্রীরা। সেই সময় জয়া তাঁর মিষ্টি-নিরীহ, পাশের বাড়ির মেয়ের চেহারা ও অভিনয় ক্ষমতা দিয়ে দর্শক মনে জায়গা করে নেন।



সাংবাদিক তরুণ ভাদুড়ির তিন মেয়ের মধ্যে সবচেয়ে বড় মেয়ে জয়া। ১৯৫০ সালের ৯ এপ্রিল, জব্বলপুরে জন্ম হয় জয়ার। ছোট থেকেই জেদি স্বভাবের জয়া যখন যা চাইতেন, তাই অর্জন করেই তবে শান্ত হতেন। খেলাধুলোয় বিশেষ আগ্রহ ছিল জয়ার।



উচ্চমাধ্যমিক পাস করার পর পুণে ফিল্ম ইন্সটিটিউটে অ্যাডমিশন নেন জয়া। তবে তার আগে তিনি সত্যজিত্ রায়ের মহানগর ছবিতে কাজ করে ফেলেন। ছবির পরিচালক ও নির্দেশক তপন সিনহা, জয়ার বাবার খুব ভাল বন্ধু ছিলেন।



পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি গুড্ডি-র সেটে অমিতাভের সঙ্গে জয়ার পরিচয় হয়। তবে তার আগে দুজনের দেখা পুণে ফিল্ম ইন্সটিটিউটেও হয়েছিল। সে সময় অমিতাভ অনেক রোগা ছিলেন। তারপর দুজনে একসঙ্গে বহু ছবিতে কাজ করেন। বিগ বি-কে বিয়ের পর ছবিতে কাজ করা বন্ধ করে দেন জয়া। শুধু সংসার নিয়েই ব্যস্ত হয়ে যান।



জয়া তাঁর অসাধারণ অভিনয়ের জন্যে তিনবার ফিল্মফেয়ার-এ সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন। ২০০৭ সালে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট-এর সম্মান পান।