কলকাতা: শ্যুটিং শেষ, অবশেষে মুক্তির জন্য সম্পূর্ণ তৈরি পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি 'বিসমিল্লা'। রবিবার মুক্তি পেল এই ছবিটির পোস্টার। ছবির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবির পোস্টারে দেখা গিয়েছে একটি সানাই। আর ঠিক নাকের নথের মতোই সানাইয়ের গায়ে পরানো রয়েছে একটি নথ। তার মাথার ওপর একটি লাল টিপ। টিজার পোস্টারেই ছবিটি চমক তৈরি করেছে। ১৯ অগাস্ট মুক্তি পাচ্ছে 'বিসমিল্লা'।


'বিসমিল্লা' ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakraborty)। এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। এই ছবির প্রযোজনায় রয়েছেন কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh) ও অন্যান্যরা। 


আরও পড়ুন: Top Entertainment News Today: 'কণ্ঠ' ছবির মালয়লম রিমেক, ইউটিউব থেকে মোছা হল সিধু মুসেওয়ালার শেষ গান, বিনোদনের সারাদিন


কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে ছবির শ্যুটিং হয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধি ও শুভশ্রীকে। মা হওয়ার পরে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন শুভশ্রী। এর মাঝে একাধিক ছবির শ্যুটিং সারলেও এখনও মুক্তি পায়নি তাঁর মা হওয়ার পরের কোনও ছবি। সদ্য মুক্তি পাওয়া ছবি 'হাবজি গাবজি' বক্সঅফিসে লাভের মুখ দেখেছে। তবে এই ছবি করোনার কারণে দীর্ঘদিন আটকে পড়েছিল। সদ্য় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-র পরিচালনায় 'বৌদি ক্যান্টিন' ছবির শ্যুটিং সারলেন তিনি। 


অন্যদিকে 'স্বপ্নসন্ধানী'-র নতুন নাটক 'হ্যামলেট' মঞ্চে মন কেড়েছে দর্শকদের। সেই নাটকের মুখ্যভূমিকায় রয়েছেন ঋদ্ধি সেন। এছাড়াও রয়েছেন কৌশিক সেন (Kaushik Sen), রেশমি সেন (Reshmi Sen) ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee)। আজ সোশ্যাল মিডিয়ায় সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই শেয়ার করে নিয়েছেন ছবির পোস্টারের ফার্স্ট লুক।