কলকাতা: নতুন ছবিতে বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। সদ্যই 'কিলবিল সোস্যাইটি' সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। আর এবার নতুন ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির নাম 'অসহ্য'। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত নিজেই। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।
'শর্টস' আর 'রিলস'- এর যুগে এটা স্পষ্ট যে মানুষ একঘেয়েমি বরদাস্ত করছেন না। এর প্রভাব পড়ছে বৈবাহিক বা প্রেমের সম্পর্কে। সবাই শুধু একটা সম্পর্ক থেকে অন্য সম্পর্কে সরে যেতে চান। এখন মানুষ সংসারের থেকে 'লিভ ইন'-এ বেশি ঝুঁকছেন মানুষ। তবে এতেও সুখ পাচ্ছেন না মানুষ। ১৫ বছরের দাম্পত্যে ক্লান্তি আসছে। ছবির সিনেমার গল্পটাও এমনই। ভাস্বর ও দীপান্বিতার গল্পটাও এমন। ১৫ বছরের দাম্পত্য তাঁদের। তাঁদের ১৪ বছরের একটি সন্তান রয়েছে। তবুও ডিভোর্স চাই রাইয়ের। বর্ণ মিত্রের ব্যবহারে, রাই এর সিদ্ধান্তকে সমর্থন জানাবে দর্শক।
অনুভবের চরিত্রে বিশ্বনাথ বসু। রাই এর কলেজমেট। খোলামেলা ও নিরপেক্ষ অনুভবকে সব কথা শেয়ার করে রাই। বর্ণ কে নিয়ে অসহ্য হয়ে ওঠা রাই কে শেষে এক সাংঘাতিক কথা বলে অনুভব। রাই এর জীবন বোধ তছনছ হয়ে যায় নিমেষে। কি সেই কথা? সেই কথাই শোনা যাবে সিনেমায়। চলতি মাসে ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়াতে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনয় শিল্পীকে দেখা যাবে, তারা হলেন সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি। ছবিতে গান গেয়েছেন সুজয় ভৌমিক। পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত বলছেন 'ছবিটিতে ভাটিয়ালি গান রয়েছে। মানুষের মনের কথা বলবে এই ছবি। ছবিটি মুক্তির আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের ফেস্টিভ্যাল গুলোতে পাঠাতে চাই'।
এর আগে 'কিলবিল সোস্যাইটি' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বনাথ। সেই ছবির পরিচালক হিসেবে ছিলেন সৃজিত। ছবি মুক্তির আগে এবিপি লাইভকে সৃজিত বলেছিলেন, 'এই ছবির অন্যতম পাওনা বিশ্বনাথ। ও এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছে। ওকে এর আগে এমন ভূমিকায় দেখেননি। দুর্দান্ত অভিনয় করেছে ও। আমার মনে হয় মানুষ বিশ্বনাথকে নতুন করে এই ছবিতে আবিষ্কার করবেন।' 'কিলবিল সোস্যাইটি' বক্সঅফিসেও ভাল ব্যবসা করেছে।