নয়াদিল্লি: দাবায় বিশ্বচ্য়াম্পিয়ন ও ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশও মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত। শুধু ভক্তই নন। গুকেশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ধোনি একটা আবেগের নাম। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ধোনির শেষ ছক্কার শট এখনও ভুলতে পারেননি বলেও জানিয়েছেন গুকেশ। ধোনি প্রীতির কথা উল্লেখ করে গুকেশ জানান, ''আমার এখনও মনে আছে যে আমার যখন পাঁচ বছর বয়স ছিল, তখন ২০১১ বিশ্বকাপ চলছি। সেই ফাইনাল শটটি। ওটা আলাদা করে বলতেই হবে। আমার মত বাচ্চার জন্য সেই সময় থেকে আজ পর্যন্ত ধোনি একজন আবেগের নাম। আমি নিজে চেন্নাই থেকে এসেছি। আর ধোনি সিএসকের হয়ে খেলেন। তাই ছোট থেকেই আমি ওঁনাকে মেনে চলি খুব। মাঠে যেভাবে ঠাণ্ডা মাথায় খেলেন, যাবতীয় সিদ্ধান্ত নেন, তা দেখে শেখার আছে। চাপের মুখেও ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে থাকেন উঁনি।''
উল্লেখ্য, গত ডিসেম্বরে সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। ১৪ গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিনের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালে হারিয়েছেন তিনি। তারপর থেকেই তরুণ দাবাড়ুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি প্যারিসের ফ্রি স্টাইল গ্র্যান্ড স্লাম ইভেন্টে অংশ নিয়েছিলেন গুকেশ। যদিও সেখানে প্লে অফে জায়গা পাকা করতে পারেননি। আগামী মে মাসে নরওয়ে ওপেনে খেলতে দেখা যাবে গুকেশকে। সেখানে ম্য়াগনাস কার্লসেনের বিরুদ্ধে ৬৪ খোপের লড়াইয়ে দেখা যেতে পারে গুকেশকে।
কিছুদিন আগে গুকেশের ছোটবেলার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওকে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছিলেন গুকেশ। জানিয়েছিলেন, তিনি বিশ্বচ্যাম্পিয়ন হতে চান। পাঁচবারের চ্যাম্পিয়ন আনন্দের পর গুকেশই দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন। খেতাব জয়ের পর তাঁর মুখে সেই আনন্দেরই এক ম্যাচের স্মৃতিচারণা শোনা গিয়েছিল। ২০১৩ সালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে আনন্দের সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বলেছেন, '১১ বছর আগে ভারতের হাত থেকে বিশ্বচ্যাম্পিয়নশিপটা কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৩ সালে সেই ম্য়াচ দেখতে আমি স্ট্যান্ডে ছিলাম। তখন মনে হয়েছিল ওই বক্সে যদি থাকতে পারতাম, তাহলে ব্যাপারটা বেশ ভাল হতো। সেই স্বপ্নপূরণ হল।'
আরও পড়ুন: ভারত-পাক সম্পর্ক তলানিতে, তবুও আইপিএলে খেলার জন্য মুখিয়ে আছেন আমির