কৃষ্ণসার হত্যা মামলার শুনানিতে ফের অনুপস্থিত সলমন খান
Web Desk, ABP Ananda | 27 Sep 2019 02:17 PM (IST)
জোধপুর আদালতে কৃষ্ণসার হত্যা মামলার হাজিরায় ফের অনুপস্থিত সলমন খান। তাঁর আইনজীবি মাহেশ ভোরা জানান, ব্যস্ত রুটিন ও শুট্যিং-এর কাজের জন্যই হাজিরা সম্ভব হচ্ছে না সলমনের পক্ষে। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় লরেন্স বিষ্ণোই-এর সঙ্গে যুক্ত ‘সপু গ্রুপ’-এর হুমকির কথাকেও সলমনের অনুপস্থিতির কারণ হিসাবে তুলে ধরেন।
জোধপুর: জোধপুর আদালতে কৃষ্ণসার হত্যা মামলার শুনানিতে ফের অনুপস্থিত সলমন খান। তাঁর আইনজীবী মাহেশ ভোরা জানান, ব্যস্ত রুটিন ও শুট্যিং-এর কাজের জন্যই হাজিরা সম্ভব হচ্ছে না সলমনের পক্ষে। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় লরেন্স বিষ্ণোই-এর সঙ্গে যুক্ত ‘সপু গ্রুপ’-এর হুমকির কথাকেও সলমনের অনুপস্থিতির কারণ হিসাবে তুলে ধরেন। আগামী ১৯ ডিসেম্বর আবার শুনানির দিন ধার্য করেছে আদালত। সলমনের অন্য আইনজীবী সলমনকে বার বার কোর্টে হাজিরার নির্দেশ থেকে মুক্তি দেওয়ার জন্য আপিল করেন। গত ৪ জুলাই এই মামলায় সলমন খানের হাজিরার নির্দেশ থাকলেও অনুপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির এই অভিনেতা। এরপর ২৭ সেপ্টেম্বরের মধ্যে হাজিরার জন্য সলমনকে কড়া নির্দেশ পাঠায় আদালত। ১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় অভিযুক্ত হন সলমন খান।