মুম্বই: বলিউডে দীর্ঘদিন পরে ফিরেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ব্যস্ত রয়েছেন দ্য স্কাই ইজ পিঙ্ক ছবির প্রচারে। কিন্তু ১৬ বছরের পরিবেশ যোদ্ধা গ্রেটা থুনবার্গের সমর্থনে টুইট করায় তাঁর ওপর চটেছেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেল। বলেছেন, দেশে যাঁরা পরিবেশ নিয়ে এতদিন ধরে কাজ করে চলেছেন তাঁদের নিয়েও টুইট করুন প্রিয়ঙ্কা।

রাষ্ট্রসঙ্ঘে পরিবেশ নিয়ে বক্তৃতা দিয়ে গোটা বিশ্বের তারিফ কুড়িয়েছেন সুইডেনের ১৬ বছরের মেয়ে গ্রেটা। তাঁর বক্তৃতার ভিডিও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা, বলেছেন, ধন্যবাদ গ্রেটা থুনবার্গ, আমাদের মুখে অত্যন্ত জরুরি ঘুষিটা মারার জন্য।

দেখুন তাঁর টুইট


এরই জবাব দিয়েছেন রঙ্গোলি। লিখেছেন, প্রিয় পিসি, তুমি ফিরে এসেছ তাই ভাল লাগছে। এই বাচ্চা মেয়েটি খুব ভাল কাজ করছে কিন্তু আমাদের দেশেও তো এমন বহু মানুষ আছেন যাঁরা দেহ মন সব উৎসর্গ করে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করছেন, শুধু বক্তৃতা দিয়ে নয়, কর্মক্ষেত্রে। তাঁদের জন্যও কিছু বলো, ভাল লাগবে তাহলে।


রঙ্গোলির টুইট নিয়ে প্রিয়ঙ্কার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে কঙ্গনার বোন বলিউডে বিখ্যাত, সেলেবদের নিয়ে তীর্যক টুইট করার জন্য।