কলকাতা: করোনা আবহে চার মাস ধরে বন্ধ বিভিন্ন সিনেমা হল। মানুষও বহুদিন বন্দি ঘরে। এমতাবস্থায় আগের চেয়ে কয়েক গুণ বেশি গুরুত্বের সঙ্গে সামনে চলে আসছে ওটিটি প্ল্যাটফর্ম।হলে মুক্তি পাওয়ার কথা ছিল, এমন ছবিও একের পর এক মুক্তি পাচ্ছে ওটিটিতে। বাড়িতে বসেই মানুষ নিজের স্মার্টফোন বা ল্যাপটপে দেখে নিচ্ছেন পছন্দের সিনেমা। বিকল্পও তো নেই। আর সেই জায়গা থেকেই বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে অরিজিনাল ছবি তৈরির হিড়িক লেগে গিয়েছে। আর এ ধরনের ছবিতে অভিনয়ের জন্য আগের চেয়ে অনেক বেশি করে এগিয়ে আসছেন তারকারা। নওয়াজউদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ি, কেকে মেনন, অভয় দেওল, অভিষেক বচ্চন, অমিত সাধ এমন অনেককেই পাওয়া যাচ্ছে ওটিটিতে।



আর এ বারের নবতম সংযোজন ববি দেওল। ‘সোলজার’, ‘করীব’, ‘গুপ্ত’-এর মতো হিট ছবির নায়ককে এ বার নেটফ্লিক্সে দেখা যাবে ‘ক্লাস অফ ৮৩’ ছবিতে। ববি দেওল ছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুপ সোনি, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ প্রধান প্রমুখ। এই ছবির ট্রেলার লঞ্চ হবে আগামীকাল অর্থাৎ ৭ অগস্ট। আর ছবিটি প্রথমবার দেখতে পাওয়া যাবে আগামী ২১ অগস্ট।

ছবিটি পরিচালনা করেছেন অতুল সাভারওয়াল। আর এই ছবির মধ্য দিয়েই ডিজিটাল অভিষেক ঘটতে চলেছে ববির। এক পুলিশ অফিসারের চরিত্রে পাওয়া যাবে তাঁকে। ছবিটি প্রযোজনা করেছে শাহরুখ-গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
জানা যাচ্ছে, একটি সত্য ঘটনার উপর আশ্রিত এই ছবির কাহিনি। নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত সফল এক পুলিশ অফিসারের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে তাকে শাস্তি হিসেবে একটি নিম্ন মর্যাদার পোস্টিং দেওয়া হয়। পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষক হিসেবে পাঠিয়ে দেওয়া হয় বিজয় সিংহ নামের ওই অফিসারকে। আর কোনও তদন্ত ইত্যাদির এক্তিয়ার থাকল না ওই পুলিশ অফিসারের। এই পরিণতির জন্য দায়ী দু্র্নীতিগ্রস্ত উপরমহল এবং তার দুষ্ট সহযোগীদের উচিত শাস্তি দেওয়ার সংকল্প গ্রহণ করেন বিজয় সিং। তিনি অ্যাকাডেমিতে দিন-রাত লেগে থেকে গড়ে তুললেন পাঁচজন মারাত্মক পুলিশকর্মীকে। এদের মাধ্যমে সত্যিই কি দোষীদের শায়েস্তা করতে পারবেন বিজয়? সেটাই ছবির উপজীব্য। এই কেন্দ্রীয় চরিত্রটিতেই অভিনয় করেছেন ধর্মেন্দ্র-পুত্র। পুলিশের উর্দি, গোঁফ, চশমায় ববিকে চেনা চেহারার থেকে অনেকটাই আলাদা লাগছে। তিনি এতদিন যে ধরনের চরিত্রে অভিনয় করে এসেছেন তার থেকে এই চরিত্রটিও রূপে ও বর্ণে অনেকখানিই আলাদা।ফর্মূলা ছবির নায়ক এখানে ছক-ভাঙা অবতারে হাজির।
নিজের চরিত্র সম্পর্কে ববি বলেছেন, ‘বিজয় সিং চরিত্রটির তীব্রতা এবং গভীরতা আমায় ভীষণভাবে আকৃষ্ট করেছে। আশির দশক মুম্বইয়ের অত্যন্ত ফ্যাসিনেটিং একটা সময়। সেই সময়ের প্রেক্ষিতে তৈরি ‘ক্লাস অফ ৮৩’ আমাকে আলাদা করে টেনেছে। সে জন্যই এই ছবির শরিক হতে চেয়েছি।’
ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ সম্পর্কে ববির বক্তব্য, ‘কনটেন্টের যে বিরাট বিপুল বৈচিত্র্য নেটফ্লিক্সের মতো ডিজিটাল মিডিয়ামগুলো নিয়ে আসছে তা আমায় মুগ্ধ করেছে। তাছাড়া আমার কাজটা চাইলে সারা পৃথিবীর মানুষই দেখতে পারবেন এটা জানতে পারলে একটা আলাদা উত্তেজনা আর উৎসাহ তো হয়ই। এই প্রথমবার আমি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করলাম। অভিনেতা হিসেবে এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং।‘
দেশ বিদেশের দর্শক তাঁর অভিনয় পছন্দ করবেন, আশাবাদী ববি দেওল।