কলকাতা: মা দুর্গার বোধন হয় ষষ্ঠীতে। কিন্তু এই 'বোধন'-এর শুরু মহালয়ায়। মুক্তি পেল সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনীত নতুন ওয়েব সিরিজ 'বোধন'-এর টিজার। কেবল এই দুই অভিনেত্রীই নন, বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়লেন চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh) ও।


এই গল্পে সন্দীপ্তার চরিত্র একজন কলেজ শিক্ষিকার। আর দিতিপ্রিয়া সেই কলেজেরই এক ছাত্রী। ঘটনাচক্রে ধর্ষিতার হন দিতিপ্রিয়ার চরিত্র। আর সেই কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান সন্দীপ্তা। কিন্তু সহজ ছিল না সেই পথ। কলেজ থেকে শুরু করে সমাজ, বারে বারে বাধা আসে তাঁদের জীবনে। লড়াইয়ে তাঁরা পাশে পান চান্দ্রেয়ীকে। তাঁর চরিত্র একজন আইনজীবীর। আজ মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।


এই সিরিজ ঘোষণা হবার পরে বোধন (Bodhon) নিয়ে সন্দীপ্তা বলছেন, 'সবচেয়ে প্রথমে আমার যেটা ভালো লেগেছিল, সেটা হল এই সিরিজের বিষয়বস্তুটা। গল্পে আমার চরিত্রের নাম রাকা। একজন প্রফেসরের চরিত্র। যে কলেজে রাকা একসময় পডা়শোনা করত, প্রফেসর হিসেবে আবার সেই কলেজেই ফিরে আসে রাকা। আর সেখানেই তার দেখা হয় শিঞ্জিনির সঙ্গে। এই চরিত্রটিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। দুই নারীর গল্পকে নিয়েই বোধন সিরিজটি। শুধু দুজনের জীবনের ওঠাপড়াই নয়, সমাজকেও একটা বার্তা দেবে 'বোধন'।'


আরও পড়ুন: Subha Bijoya: একান্নবর্তী পরিবারের পুজো ঘিরে গল্প বলবেন চূর্ণী, কৌশিক, বনি, কৌশানিরা


দীর্ঘদিন পরে দিতিপ্রিয়ার সঙ্গে পর্দাভাগ, সন্দীপ্তা বলছেন, 'আমি আমার কেরিয়ারের প্রথম ধারাবাহিকে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করেছিলাম। সেইসময়ে ও খুব ছোট ছিল। দিতিপ্রিয়া এখন বড় আর একজন খুব ভালো আর পরিণত অভিনেত্রী। এতদিন পরে ওর সঙ্গে আবার কাজ করব ভেবেই ভালো লাগছে। এত ভালো একটা কাজের অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে।'


'বোধন' সম্পর্কে দিতিপ্রিয়া বলছেন, 'এই গল্পটা শুনেই আমার মনে হয়েছিল, সিরিজটির অংশ হতে পারলে দারুণহয়। বোধন কেবলমাত্র একটা গল্প নয়, বরং সমাজের একটা কড়া সত্যিতে তুলে ধরবে এই সিরিজ। এই সিরিজে অভিনয় করার আরও একটি আকর্ষণ হল সন্দীপ্তা দি। 'হইচই' -কে অনেক ধন্যবাদ এমন একটা সিরিজ পরিকল্পনা করার জন্য।