হায়দরাবাদ: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে (IND vs AUS 3rd T20I) হায়দরাবাদে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজ নির্ণায়ক ম্যাচের শুরুটা অস্ট্রেলিয়া বেশি ভালভাবে করলেও, ভারতীয় বোলারর, বিশষত স্পিনাররা ভারতকে ম্যাচে ফেরান। ফের একবার বল হাতে অনবদ্য পারফর্ম করলেন অক্ষর পটেল (Axar Patel)।


বিধ্বংসী গ্রিন, ডেভিড


সিরিজ নির্ণায়ক ম্যাচে ঋষভ পন্থের বদলে ভুবনেশ্বর কুমারকে একাদশে ফেরায় ভারতীয় দল। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ক্যামেরন গ্রিন। তাঁর দৌলতেই মাত্র চার ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে অস্ট্রেলিয়া। অবশ্য অপর ওপেনার অ্যারন ফিঞ্চ (৭) রান পাননি। তাঁকে সাজঘরে ফেরান অক্ষর। গ্রিন নিজের অর্ধশতরান পূরণ করেই আউট হন। ২১ বলে ৫২ রান করেন তিনি। তাঁকে ফেরান ভুবনেশ্বর।


গ্রিন আউট হতেই অস্ট্রেলিয়ার রানের গতি কমে যায়। মাঝের ওভারগুলিতে অক্ষর ও যুদবেন্দ্র চাহাল বেশ ভালই বল করেন। স্মিথকে নয় রানে ফেরান চাহাল, গ্লেন ম্যাক্সওয়েলও ৬ রানে রান আউট হয়। জস ইংলিশ (২৪) অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন বটে। তবে তাঁকে এবং ম্যাথু ওয়েডকে (১) একই ওভারে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন অক্ষর। ১১৭ রানে ছয় উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন ধুঁকছিল, ঠিক তখনই ড্যানিয়েল স্যামস ও টিম ডেভিড দলের হাল ধরেন। সপ্তম উইকেটে দুইজনে মিলে ৬৮ রান যোগ করেন।


দুরন্ত অক্ষর


ডেভিড ইনিংসের শেষ ওভারে হর্ষল পটলের বলে বড় শট মারতে গিয়ে ২৭ বলে ৫৪ রান করে আউট হন। তবে স্যামস ২০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। এই দুই তারকার সুবাদেই ইনিংসের মাঝপথে চাপে পড়েও নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া সাত উইকেটের বিনিময়ে ১৮৬ রান করতে সক্ষম হয়। ভারতের হয়ে অবশ্য ফের একবার নজর কাড়েন অক্ষর পটেল। তিনিই ভারতের সফলতম বোলার। অক্ষর ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নেন। জসপ্রীত বুমরা কিন্তু ম্যাচে কোনও উইকেট পাননি। নিজের নির্ধারিত চার ওভারে তিনি ৫০ রান খরচ করেন।


আরও পড়ুন: হ্যাটট্রিক করলেন কুলদীপ, চার উইকেটে ম্যাচ জিতে সিরিজজয়ী ভারত 'এ'