দেখুন: আলোকচিত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ দিশা পাটানির দেহরক্ষীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2020 05:27 PM (IST)
বলিউড অভিনেত্রী দিশা পাটানি এখন তাঁর মলঙ্গ সিনেমার সাফল্য চুটিয়ে উপভোগ করছেন। এই সিনেমা বক্সঅফিসে বেশ ভালো ব্যবসা করেছে। সিনেমার ব্যবসা ৫০ কোটি টাকার অঙ্ক ছাপিয়ে গিয়েছে।
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী দিশা পাটানি এখন তাঁর 'মলঙ্গ' সিনেমার সাফল্য চুটিয়ে উপভোগ করছেন। এই সিনেমা বক্সঅফিসে বেশ ভালো ব্যবসা করেছে। সিনেমার ব্যবসা ৫০ কোটি টাকার অঙ্ক ছাপিয়ে গিয়েছে। কিন্তু এবার সিনেমা নয়, একটি ভাইরাল ভিডিও-র জন্য আলোচনার কেন্দ্রে দিশা। দিশা রবিবার রাতে একটি পার্টিতে গিয়েছিলেন। পার্টি থেকে বেরিয়ে আসার সময় এক আলোকচিত্রী দিশাকে ফটোশ্যুটের অনুরোধ জানালে আচমকাই খাপ্পা হয়ে ওঠেন তাঁর দেহরক্ষী। তিনি ওই আলোকচিত্রীকে ধাক্কাধাক্কি করেন। ওই আলোকচিত্রী তাঁদের দুজনের মধ্যে বচসা ও সংঘাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, দিশা বাইরে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছেন দিশা। এরইমধ্যে এক আলোকচিত্রী তাঁকে ফটোশ্যুট করার অনুরোধ করেন। অভিযোগ, ওই সময় দিশা ও ওই আলোকচিত্রীর মধ্যে চলে আসেন দেহরক্ষী। তিনি ওই আলোকচিত্রীকে ছবি তুলতে মানা করেন। এরপরই দুজনের মধ্যে বচসা বেধে যায়। দিশার দেহরক্ষী ওই আলোকচিত্রীকে ধাক্কা মারেন বলে অভিযোগ। এই ঘটনার পর দিশার ম্যানেজার দুঃখপ্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করেছেন। উল্লেখ্য, দিশাকে সলমন খানের সঙ্গে রাধে সিনেমায় দেখা যাবে। ২২ মে মুক্তি পাবে এই ছবি। দিশা ও সলমন ছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফ ও রণদীপ হুডার মতো তারকাদের। প্রভু দেবা এই সিনেমা পরিচালনা করছেন।