কলকাতা: গোটা মুখে রঙ.. পোশাকও বিচিত্র। পেশায় তাঁরা 'বহুরূপী'। তাঁদের রঙের হাড়ালে হারিয়ে যায় কত সংগ্রামের গল্প। হারিয়ে যায় কত প্রতিভাও। সেই প্রতিভাদেরই পর্দায় তুলে ধরেছেন নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। তারই এক নাম ননীচোরা দাস বাউল। যাঁর ছড়া এবং গান 'বহুরূপী' মুক্তির আগে থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কুড়োচ্ছে প্রশংসাও। তবে বহুরূপীদের রঙের আড়ালে তাঁদের জীবনের রঙটা ঠিক কেমন? কতটা দুঃখ, মনখারাপ লুকিয়ে থাকে সেই রঙের আড়ালে? নিজের মুখেই এবিপি লাইভকে সেই গল্প বললেন ননীচোরা দাস বাউল।


'বহুরূপী'-ই তাঁর প্রথম ছবি। প্রথমবার ক্যামেরার সামনে.. কেমন অভিজ্ঞতা ছিল ননীচোরা দাস বাউলের? শিল্পী বলছেন, 'ভীষণ ভাল অভিজ্ঞতা, সবটাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের জন্য।' সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলে গিয়েছে 'বহুরূপী' পেশাটা? ননীচোরা দাস বাউল বলছেন, 'বহুরূপী এমনিই খুব আকর্ষণীয় পেশা। তবে এটা অনেকে বোঝে, অনেকে বোঝেন না। একসময়ে গ্রাম বাংলায় যখন 'বহুরূপী' দেখাতে যেতাম, অনেকে বলতেন, 'বছরকার পরে বহুরূপী এসেছে.. কী ভাল লাগছে'। তবে অনেকে আবার বলেন, 'এইসব কী কাটার কাপ দেখাচ্ছে'। তাঁরা বোঝেন না। বোঝেন না বলেই এই ভাষাটা ব্যবহার করেন। আগে গ্রামে সাতদিন সাত রূপ দেখাতাম। মানুষ আনন্দ পেত। কিন্তু এখন পোশাকের দাম বেড়ে গিয়েছে, রঙের দাম বেড়ে গিয়েছে। আমাদের খরচ ওঠে না।'


'বহুরূপী' ছবিটি কী 'বহুরূপী'-দের প্রচার দেবেন বলে মনে করেন ননীচোরা দাস বাউল? শিল্পী বলছেন, 'শিবপ্রসাদ স্যর এবং নন্দিতা ম্যাম যেভাবে পর্দায় 'বহুরূপী' দের তুলে ধরেছেন, তার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। আমি আশা করব প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে যাবে আর সবাই এই শিল্পের মান রাখবে। গ্রামে গ্রামে 'বহুরূপী' সেজে ঘোরা... কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় ননীচোরা দাস বাউলদের? শিল্পী বলছেন, 'বহুরূপী জীবিকার মধ্যে দুঃখ, কষ্ট , যন্ত্রণা সবই রয়েছে। প্রথমত মুখোমুখি হতে হয় মত্ত মানুষের। তাঁদের হুঁশ থাকে না। রাস্তায় কুকুর-গরু তাড়া করে। এমন কিছু মানুষ আছে যাঁরা খারাপ ভাষায় কথা বলেন.. এমন অনেক ভাবে অপমানিত হতে হয়।'


আরও পড়ুন: Bohurupi Movie Review : শিবপ্রসাদ না আবীর, কার পক্ষ নেবেন, ভেবেই পাচ্ছেন না দর্শক, ডাকাত-পুলিশের লড়াইয়ে জয়ী 'বহুরূপী' জীবন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।