মুলতান: যদি বলা হয় বর্তমানে ক্রিকেটবিশ্বে জো রুট-যুগ (Joe Root) চলেছে। তাহলে এই মন্তব্যের বিপক্ষে হয়তোই কেউ প্রশ্ন তুলবেন। বিশেষত লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক কয়েক বছরে রুট যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তা কল্পনাতীত। প্রতিনিয়তই তিনি ইতিহাস ভাঙা গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন। মুলতানেও পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan vs England) প্রথম টেস্টে এক নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।


মঙ্গলবার, ম্যাচের দ্বিতীয়দিনেই রুট প্রথম ব্যাটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন। সম্প্রতি একের পর এক সিরিজ়ে বলে বলে শতরান হাঁকিয়েছেন রুট। তাঁর ফর্ম ঈর্ষণীয়। মুলতানে নতুন ইতিহাস লেখার জন্য রুটের প্রয়োজন ছিল ২৭ রানের। দিনশেষে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ব্যাটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ হাজার রানের গণ্ডি পার করতে রুটের লেগেছে মাত্র ৫৯টি ম্যাচ।


রুটের থেকে এই তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে থাকা মার্নাস লাবুশেন বেশ অনেকটাই পিছিয়ে। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ৩৯০৪ রান করে তালিকায় আপাতত তৃতীয় স্থানে রয়েছেন। 'ফ্যাব ফোর' আরেক সদস্য তথা লাবুশেনের স্বদেশীয় স্টিভ স্মিথ। তাঁর দখলে রয়েছে ৩৪৮৪ রান। এই পরিসংখ্যানই কিন্তু রুটের দাপট প্রমাণ করার জন্য যথেষ্ট।


রুট নিজের অনবদ্য ফর্ম পাকিস্তানেও অব্যাহত রেখেছেন। গতকাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে ইনিংস শুরু করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজেও অপরাজিত থেকেই সাজঘরে ফেরেন তিনি। বর্তমানে তাঁর সংগ্রহ ৭২ রান। এদিন আরও এক ইতিহাস গড়ে ফেললেন রুট। তৃতীয় দিনের প্রথম সেশনেই অ্যালেস্টার কুককে পিছনে ফেলে রুট ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে গেলেন। তিনি টেস্ট ইতিহাসের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। টেস্ট রানের তালিকায় রুটের সামনে কেবল সচিন, পন্টিং, ক্যালিস ও দ্রাবিড়ই রয়েছেন।


 





 


মধ্যাহ্নভোজে ইংল্যান্ডের স্কোর দুই উইকেটের বিনিময়ে ২৩২ রান। আপাতত পাকিস্তানের থেকে রুটরা ৩২৪ রানে পিছিয়ে রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন  আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারত সফরের আগেই বড় ধাক্কা, দলের সঙ্গে ভারতে আসছেন না তারকা ক্রিকেটার