মুম্বই: কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আর মাধবনের (R Madhavan) ছবি 'রকেট্রি- দ্য নাম্বি প্রোজেক্ট'। ছবিটি যেমন বক্স অফিসে সাফল্য পাচ্ছে, তেমনই এই ছবির জন্য মাধবন প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে। ছবির সাফল্যে সূত্র ধরে কথা বলতে গিয়েই 'পুষ্পা দ্য রাইজ', 'আরআরআর' ছবির নাম নেন তিনি। তাঁর মতে, ভালো ছবি তৈরি করতে বেশি সময় লাগে। চটজলদি তৈরি হয়ে যাওয়া ছবির তুলনায় সেই সমস্ত ছবি দর্শক বেশি পছন্দ করে। মাধবনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই নিজের প্রতিক্রিয়া দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আর যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।


আর মাধবনের 'ভালো ছবি' প্রসঙ্গে কী প্রতিক্রিয়া অক্ষয় কুমারের?


সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ ও বলিউডে চুটিয়ে অভিনয় করা তারকা মাধবন তাঁর ছবি 'রকেট্রি'র সাফল্যের সঙ্গে আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রাইজ' এবং রাজামৌলির 'আরআরআর' ছবির প্রসঙ্গ টানেন। তাঁর বক্তব্য ছিল, এই ছবিগুলি তৈরি করতে এক বছরেরও বেশি সময় লেগেছে। দর্শকও এই ধরনের ছবি দেখতে বেশি পছন্দ করেন, ২ থেকে ৩ মাসে যে ছবি তৈরি হয়ে যায় তার তুলনায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই অক্ষয় কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায়, তার পুরো দায় অভিনেতার উপর চাপান প্রযোজক আদিত্য চোপড়া। তাঁর মতে, অক্ষয় কুমার এই ছবিটার জন্য যথেষ্ট দায়িত্ববান ছিলেন না। এই ছবির সঙ্গে সঙ্গে অন্যান্য ছবির কাজও একসঙ্গে চালিয়ে গিয়েছেন তিনি। যদিও ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী অবশ্য এই বক্তব্য মানতে নারাজ ছিলেন। তাঁর মতে, তাঁরা দর্শকের মন বুঝতে পারেননি, তাই ছবিটি সফল হয়নি।


আরও পড়ুন - Kapil Sharma: গুরুতর অভিযোগ, কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে মামলা দায়ের


'ভালো ছবি তৈরি করতে সময় লাগে'। মাধবনের এই বক্তব্যের পরই বেজায় চটেছেন অক্ষয় কুমার। সম্প্রতি তাঁর আগামী ছবি 'রক্ষা বন্ধন'-এর গানের মুক্তির অনুষ্ঠানে এসে এই প্রসঙ্গে নিজের মতামত দিলেন। মাধবনের বক্তব্যের সূত্র ধরে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কী বলতে চাইব? ভাই আমার ছবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এতে আমি কী করতে পারি? এতে আমি খুব অল্প কিছুই করতে পারি। আমার ছবির কাজ শেষ হয়ে যায়। পরিচালক আসেন, আমাকে বলেন, ভাই আপনার কাজ শেষ আপনি বাড়ি যান। এবার পরিচালকের এই কথায় কি আমি তার সঙ্গে লড়াই করব?'


প্রসঙ্গত, চলতি বছর অক্ষয় কুমারের পর পর দুটো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। 'বচ্চন পাণ্ডে'র পর একেবারেই ব্যবসা করতে পারেনি 'সম্রাট পৃথ্বীরাজ'। সামনে তাঁর আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। 'রাম সেতু', 'রক্ষা বন্ধন' এবং আরও বেশ কয়েকটি ছবি তাঁর মুক্তি পাবে চলতি বছর।