কলকাতা: 'ডিপফেক ভিডিও' শব্দটি ইতিমধ্যেই পরিচিত হয়ে গিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। আর এবার, কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিওর শিকার আরও এক বলিউডের প্রথম শ্রেণীর তারকা। তিনি আমির খান (Amir Khan)। তবে এই প্রথমবার, কোনও তারকার 'ডিপফেক ভিডিও' তৈরি হয়েছে রাজনৈতিক প্রচারের উদ্দেশে। এর আগে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) বা ক্যাটরিনা কইফের (Katrina Kaif) মতো নায়িকারাও ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন, তবে তা তৈরি করা হয়েছিল অভিনেত্রীদের ব্যক্তিগত ভাবমূর্তিতে আঘাত করার জন্য। কিন্তু আমিরের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা ঠিক এমন নয়।
কী এই ডিপফেক ভিডিও?
ডিপফেক হল একধরনের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও যা তৈরি করা হয় কৃত্রিম মেধা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। যে মানুষ আদৌ সেই জায়গায় নেইই বা সেই কাজটাই করেননি, কৃত্রিম মেধা দিয়ে তৈরি করা যায় এমন ভিডিও। তবে এই ভিডিওগুলি স্বল্পদৈর্ঘ্যের হওয়ার কারণ, লম্বা সময় ধরে ফ্রেমে ফ্রেমে মিলিয়ে এই ভিডিও বানানো সম্ভব নয়।
কী রয়েছে আমিরের ডিপফেক ভিডিওতে?
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্বয়ং আমির খান ভারতীয় জনতার পার্টিতে কটাক্ষ করছেন, প্রশ্ন তুলছেন তাঁদের কথা মতো ১৫ লাখ টাকা প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন পৌঁছল না। সেইসঙ্গে আমির খান বার্তা দিচ্ছেন কংগ্রেসকে সমর্থন করার। ৩১ সেকেন্ডের এই ভিডিওতে বলা রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কথাবার্তাই। এই পোস্ট প্রথম শেয়ার করে নেওয়া হয় হরিশ মিনার তরফে।
কী পদক্ষেপ?
জানা গিয়েছে, এই ভিডিওর বিরুদ্ধে একটি এফআইআর FIR দায়ের করেছেন আমির খান। মুম্বই পুলিশের কাছে দায়ের করা হয়েছে সেটি। সেই সঙ্গে আমির জানিয়েছেন, দীর্ঘ কেরিয়ারে তিনি কখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। কখনও কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচারও করেননি। ফলে ভোটের মরসুমে ছড়িয়ে পড়া এই ভিডিওর কোনও ভিত্তিই নেই। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের মরসুমে জনপ্রিয় অভিনেতার মুখ ব্যবহার করে ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়া আশঙ্কার। সেইসঙ্গে এমন ঘটনা আরও ঘটতেই পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।