Eknath Shinde Meets Salman Khan: বান্দ্রায় সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র ক্রাইম ব্রাঞ্চ। রবিবার সকালে সলমন খানের বান্দ্রার বাড়ি গ্যালাক্সির সামনেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। গুলি চালিয়ে দুই ব্যক্তিকে পালিয়ে যেত দেখা যায়। এই দুই অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। আজ সলমন খানের (Salman Khan Firing Case) বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, কড়া বার্তা দেন লরেন্স বিষ্ণোইয়ের মত দুষ্কৃতীদের উদ্দেশ্যে।


সলমনের (Salman Khan Firing Case) বাড়ির সামনে রবিবার গুলি চালানোর ঘটনা ঘটে। জানা যায়, সেদিন মোট চার রাউন্ড গুলি চলেছিল। আর এই ঘটনায় অভিযুক্তদের যে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম যথাক্রমে বিকি গুপ্তা ও সাগর পাল। এদিন প্রথমে ফোনে ঘটনার পর সলমনের সঙ্গে কথা বলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। পরে তিনি সলমনের বাড়ি গ্যালাক্সিতে এসে উপস্থিত হন।


বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে একনাথ স্পষ্টই বলেন, 'আমি সলমন খানের সঙ্গে দেখা করেছি, তাঁকে আশ্বস্ত করে বলেছি যে সরকার তাঁর পাশে আছে। অবিলম্বে এ বিষয়ে পুলিশকে তৎপর হওয়ার জন্য নির্দেশ দিয়েছি। ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখানে এমন কোনও গ্যাং বাকি থাকবে না, সব গ্যাংকে আমরা সমূলে উৎপাটন করব। এখানে কোনও গুন্ডামি চলবে না। যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। সলমন খান ও তাঁর পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছি পুলিশ কমিশনারকে। আমাদের দেশের মানুষকে রক্ষার দায়িত্ব তো আমাদেরই। দেশের, দেশের মানুষের ক্ষতি করতে চায়, এমন সমস্ত গ্যাং, গুন্ডাবাহিনীকে সমূলে নিঃশেষ করব আমরা'।


যে ব্যক্তিদের আজ গ্রেফতার করা হয়েছে, তাঁরা সেদিন দুজনেই ব্যাকপ্যাক নিয়ে এসেছিল এবং টুপি পরেছিল। সিসিটিভি (Salman Khan Firing Case) ক্যামেরায় সবই দেখা গিয়েছে। এমনকী অভিনেতার বাড়ির দিকে গুলি চালাতেও দেখা গিয়েছে তাঁদের। সন্দেহভাজনদের একজনকে দেখা যায় কালো জ্যাকেট ডেনিম প্যান্টে, অন্যজন ডেনিম প্যান্টের সঙ্গে লাল টি-শার্ট পরেছিলেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। এখন লরেন্স বিষ্ণোই তিহার জেলে বন্দি। রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার খুনের অভিযোগও এসেছে তারই উপর।


আরও পড়ুন: Salman Khan House Firing: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ২